Gulzar on Kolkata, কেমন তাঁর কলকাতা?


অবহেলিত পদগুচ্ছ
গুলজার
.............................................................................................
কলকাতা

দেখেছো কখনও বহুতলে, কোনও সিড়ির নিচে যেখানে
বিদ্যুতের হিসাবরক্ষক মিটার বসানো—প্রাচীন জং ধরা-করা
পান খাওয়া ময়লা দাঁতের মতো এক খোলা কৌটোর নিচে
রাখা আছে কিছু ধাতব ফিউজ প্লেট, পুরনো বল্টুনাট, খুচরো পেরেক
এক কোণে আছে—কখনও খোলা হয়েছিল
অসংখ্য রঙের তারে জোড়া সিড়ির নিচে পোঁতা লোহার শলাকা
সুতো আর সুতোয় বাঁধা হোল্ডার থেকে ঝুলে আছে বাল্ব যে
হাসে হায়াহীন বদদুষ্ট বালকের মতো

প্রায়শই কেটে পড়ে তার, ফিউজও নিভে যেতে থাকে, অথচ
এ আলো চিরকেলে, অনন্ত উজ্জ্বল
কলকাতা এই, এই হল সংজ্ঞা কলকাতার
যেখানেই যাই হোক না কেন, জীবিত এ


জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe