বাগানরক্ষক সেই খোকা
বাগানেই মানা তার ঢোকা
ফুল তাকে টানে এরপরও
মালিক বলেছে, 'তুমি মরো'
যেইদিন চাঁদ যায়
রাত্রি কালা ঘোর
বাগানের রক্ষাকারী খোকা
সম্ভবত বনে যায় চোর
বালক ভাবেনি কোনওভাবে
ফুলের মালিকই চাপকাবে
কর্তৃপক্ষ ঘুমিয়েও জাগে
বালক জানেনি এর আগে
খোকাদের জ্ঞানের তালিকা
এত ছোট — হেসে ফেলে
পর্দাবতী ছাত্রী, বালিকা
ফুলচোর আর অন্ধকার
সবাই ঘুমিয়ে পড়ে,
নেই কেউ মুখে বসিবার
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe