শূকর শূকরীকে চেনে কি এখনও?


বসিয়ে রাখো, আমাকে বসায়ে রাখো ও অনুকম্পায়ী বিল
আমাদের বধ্যভূমি, লাল রঙা ঝিল
সামনে দেখা যায়

দেহের শক্তি শুধু নিভে গেল কোষেদের অকাল পতনে
শূকর আমাকে চেনে যেহেতু রতনে
প্রেম করে, ভালোবাসে প্রায়

নিজেকে চিনিনি বলে দুধ খেতে গেছি বাঘিনীরও
'পান করো, পুষ্ট হও, পরিশিষ্টে হাড়খানি দিও '
বলে প্রাণী

এভাবেই ছোট হয়, মাল হয় এক হাজারি জীবনসম্পদ
নদীদের জুটে যায় পেশিযুক্ত এক লাখি নদ
সেরকম জানি

জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe