একটি নক্ষত্র আছে আরও এক নক্ষত্রের
পাশে
দেখতে যদি চাও
একটি নক্ষত্র আছে আরও এক নক্ষত্রের
পাশে
দেখতে চাও যদি
আমার চোখের দিকে দেখো
যদি বলো, এ তো শুধু চোখ; নেই
সেই আলো
যদি বলো, এ তো শুধু চোখ; নেই
সেই আলো
তাহলে জানাই
বহুদূর থেকে তারা তোমাকে দেখবে
বলে পথে নেমে
ক্রমাগত নিষ্প্রভ হয়েছে--তাই
চোখে নয়, সুর্মা পরাই আমি
মুখে,--যেহেতু
শব্দ আলো দেয়
শব্দের আলোয় আমি
তোমার মুখের পত্রখানি খুলে
খুলে পড়ি
শুনতে চাও যদি
তোমার মুখের পত্রখানি খুলে
খুলে পড়ি
শুনতে চাও যদি
আমার নামের ধ্বনি শোনো
জিয়া হক
চিত্র : ইন্টারনেট থেকে সংগৃহীত