১
ফ্যান চালিয়ে যে কোনো ভাবনার কাছে যেতে ভয় পাই
স্থিরতায় বিশ্বাস করিনি বলে ভর্ৎসিত ঘরে-বাইরে
শুভকামনার নামে নোংরামির শিকার হচ্ছি রোজ
ক্রমশ পরিবার ও রাষ্ট্রের মঙ্গলকর বারান্দায় ঝুঁকে পড়ছি
হয়ে উঠছি বিবৃতিদানের মাস্টার
স্থিরতায় বিশ্বাস করিনি বলে ভর্ৎসিত ঘরে-বাইরে
শুভকামনার নামে নোংরামির শিকার হচ্ছি রোজ
ক্রমশ পরিবার ও রাষ্ট্রের মঙ্গলকর বারান্দায় ঝুঁকে পড়ছি
হয়ে উঠছি বিবৃতিদানের মাস্টার
যথারীতি অসুখ-বিষয়ক চর্চা চলতেই থাকে
আমিও অনুপ্রাসের ফাঁদে আটকে যুগ পার করে দিলাম
আমিও অনুপ্রাসের ফাঁদে আটকে যুগ পার করে দিলাম
কিন্তু এসব কথায় তোমার কোনো ক্লান্তি নেই
তুমি তো রাষ্ট্রদূত
তুমি তো রাষ্ট্রদূত
২
দেখে গিয়েছিলে
বিশাল বাড়ির ছোট্ট একটা ঘরের
লাগোয়া বাথরুমে বসে থাকতে, সিগারেট
ধরিয়ে
তাও সমুদ্রে গিয়েছ
কাউকে বলোনি
৩
তোমার
খুনের নাটক মঞ্চস্থ হচ্ছে—
এই
স্বপ্নের কথা যেন পাঁচ-কান না হয়
তবু এত
এত সাবধানতা
দুঁদে
গোয়েন্দার আতস কাচের নিচে ধরা পড়ে যাবে
তবে কি
রহস্য বলে কিছু নেই
৪
পাড়াতুতো
ভ্যানস্ট্যান্ড জ্বলছে
খাঁ-খাঁ
করছে গোটা ছাদ
রাস্তায় বিশাল
ছায়ারা ওঁৎ পেতে আছে
আমরা
হাঁটছি, ধরা পড়ছি
বেরিয়ে
যাচ্ছি
আগামী
ছায়ার পাহাড়ে চাপা পড়তে চেয়ে
৫
বাঁদিকে কালীঘাট ব্রিজে সস্তা বেশ্যা
আর
ডাইনে জেলখানা। আছি অটোর ভিতর
নজরে সারা-বাংলা কারা-কর্মীদের সংগঠন
অফিস
দু-দুখানা-প্যান্টে বন্দী মিইয়ে যাওয়া
মাংসল ছোরা নিয়ে
এগুচ্ছি অটোতে
সামনে আদালত। জানি, এর কোনো বিচার
হবে না।