যিনি উন্মাদ তিনি অজ?


.......................
লবণের ঘোলা জলে
সারাটাদিন অহিংসারা চলে
সরিষা ক্ষেতের ভূত
যেন পলাতক বেঁটে রোগা দেবদূত
আমাদের কল্যাণে
সামাজিক সব তত্ত্ব বইয়ের সহায়িকা আর মানে
রেখেছেন লিখে ধীরে
এই সব কথা আলোচিত হয় দোকানের দুই তীরে
কেউ কি খেয়াল রাখে
বাবা ছাড়া আর কতজন তার ভালোবাসে প্রিয় মাকে
দরকার নেই, থাক
জলজিরা দিয়ে বরফ পুদিনা হবে আজ পরিপাক
খাবে?
বিদ্রোহ না করে রয়ে যাও তবে আমাদের সদ্ভাবে

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe