সরকারের ভিখিরিপনায়
করুণা আসে যে গরিবের ঘামের উপার্জনের অংশ চায়।
শহরে বারুদের মরশুম। গ্রামে চলো এখন পেয়ারার মরশুম।
আমার নিশ্বাস-প্রশ্বাসে
ছেয়ে আছে অনেকটা মনে হচ্ছে আর ওই লোককে পরও মনে হয়।
ওর সঙ্গে দেখার
করার ইচ্ছাও অনেক কিন্তু যাতায়াতের খরচও মেটাতে হয় যে।
মুখ খোল, চোখে
চোখ রাখ, জবাব তো দে, আমি কতবার লুঠ হয়েছি তার হিসাব তো দে।
তোর শরীরের
লেখায় চড়াই-উতরাই রয়েছে, আমি তোকে কীভাবে পড়ব, আমাকে বই তো দে। ফয়সালা যা কিছু হোক,
মেনে নিতে হবে। যুদ্ধ হোক, বা প্রেম হোক, ভরপুর হতে হবে।
আর বয়স যাদের
পাথর ভাঙতে ভাঙতে কেটে গেছে এখন তো তাদের হাতে কোহিনূর হওয়া উচিত। আমি আমার প্রাণের
শত্রুকে প্রাণ বলি আর ভালবাসার এই মাটিকে হিন্দুস্তান বলি।
দেওয়ালের এই
যে ঘুলঘুলি তা ষড়যন্ত্রের অংশ কিন্তু একে আমি ঘরের আলোকবর্তিকা বলি।
যা দুনিয়ায়
শোনা যায় তাকে বলে নীরবতা আর যা চোখে দেখা যায় তাকে তুফান বলে।
আমার মন থেকে
এক এক করে সব কিছু বিদায় নিয়েছে কিন্তু একটা জিনিস বাকি আছে তাকে ইমান বলে।
শুধু ছুরিতে
নয়, চোখেও জল চাই।
ও খুদা, শত্রুও
আমার বনেদি চাই।
আমি আমার শুকনো
চোখ থেকে রক্ত ছিটিয়ে দিয়েছি আর এক সমুদ্র বলে, আমার জল চাই। অন্ধকার চারদিকে সাঁইসাঁই
করতে শুরু করেছে।
প্রদীপ হাত
তুলে দুয়া করতে শুরু করেছে। নিয়ম শিখিয়েছিলাম যাকে চলার, সেই লোক এখন আমাকে হেনস্থা
করছে।
রাহাত ইন্দোরি