অন্য বাংলাদেশ : অন্য কবিতা : সাইফুল ভুঁইয়া

সপ্তম বাংলাদেশ বইমেলার আজ শেষ দিন। আসর বসেছে মোহরকুঞ্জে। বাংলার একান্ত বাঁশদন্ডের ছবির ফ্লেক্স জড়ানো স্টলগুলোতে।  ভূগোলের তো স্থানান্তরণ হয় না,  সংস্কৃতির হয়। লোকজনপদের হয়। এই মেলাকে বইয়ের বলব না, বলব ভাব বন্টনের বৈঠক। তিস্তা এখানে বয় না। সচল বই আছে, জড় বইয়ের সৌজন্যে। যদিও কোনও বই 'জড়' হতে পারে না। যে বই প্রকৃতই নির্জীবনপ্রাপ্ত, সে বই প্রকৃতই কিছু সেলাইকৃত কাগজ। দুটি জীবন-গ্রন্থ পেয়েছি — শ্মশানে নদীর চিতা, চন্দ্রচূর্ণ। পড়ছি। প্রতিক্রিয়া বিস্তারিত জানাব। আরও একটু শীত হোক, শৈত্যপ্রবাহ সীমান্ত পেরিয়ে আসুক।

ভালবাসা
জিয়া হক  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe