স্বজনের ভাষা বা কানাভাঙা পদ


আমি দূর সংযোগ করি যেভাবে প্রাকৃতিক বায়ু আসে
মনকে বলি, ভাষা শিক্ষা করো, পড়তে যেও না কারো মন
কথ্য বর্ণনাই সে বোঝে
শব্দভান্ডার তার মুখাপেক্ষী নয় অভিধানের
কারখানা এ, এ কল
আঙুল হেলানোই তার যথেষ্ট প্রাঞ্জল

রাত হয় রাত্রিকানার এই দেশে, আর
বলা যায় সন্ধ্যা শুভ হোক? কেননা
বক্তা কি আদৌ চেয়েছে এই জ্ঞান, যা
সৌজন্যে রয়েছে শুধু মুখে?

রহো একবার, থাকো, তিষ্ঠ এ বুকের বিপ্লব
অপদার্থ গন্ধগুলি তবু এ যে ঢপ
আমি জানি
পানীয় পেট্রোল বুঝি গতিশীল প্রাণী
আমাকে একবার
এনে দাও স্বজনের গালির সম্ভার
আমি দেখি
পরিবেশ কবিদের কতখানি করেছে একাকী



জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe