সর্বনামগুলো কুৎসিত আর প্রেমে অনিচ্ছুক


'আমি' — এই বিষয়ে বলবার কিছু নেই।
'তুমি'— এই বিষয়ে শোনবার কিছু আছে?
'তারা'— যতদূর জানি যুদ্ধে গিয়েছে —গৃহযুদ্ধে ঠিকই
'আমরা'— বুঝতে পারি না ভালোবাসব কাকে!
'তিনি'— সংগঠক, ঘন ঘন ঘর বদলান
'সে'— 'তিনি'কেই নমস্কার করে
                      জল তোলে, ঘর মুছে দেয়

জিয়া হক 

২টি মন্তব্য:

Share. Comment. Subscribe