এ গোরস্থান আমার প্রিয় নয়। এ দূরদেশী। অজ্ঞাত ঘাসের টিলা
দেবতারা এক অনিশ্চয় আশ্রয়। কেউ ভালোবাসে।
যেভাবে লোক যায় বাজারে, বিদ্যালয়ে, ঘোড়ার দৌড়ে
জানো কি বলে তারা তোমার সম্পর্কে — থাক, কিছু অপূর্ণতা
ছেড়ে দাও —হাল, সপত্নী, পরস্ত্রী, অনামা বালিকা
প্রস্রাব চেপে রাখা এখানেও সমীচীন নয়, জানো।
বলে ফেলো কে তোমাকে দীর্ঘতম বাঁশে স্থাপন করেছে
যা কিছু চমকপ্রদ বলে ভেবে বসে আছো, যা তোমাকে
নিয়ে যাবে পুরস্কারে, মগডালে, পানীয় টেবিলে, ভাবো
নির্বাচন করো, কোথায়, কোনখানে, পোঁতা হবে এই দেহ
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe