অকাল প্রয়াত এই দিনে
হেঁটেছে সূর্য সারা বেলা
গত রাত্রে চিত্র চলাকালে
কৃত্রিমের বসে সৌরমেলা
বাস আনে ভালোবাসা
বাসা থেকে ওড়ে নোনা তুলো
সরিয়ে রাখতে পারো তবে
পরিচ্ছন্ন দানপাত্রগুলো
দাতা সব, করে রব
সূর্য যায় বৃহত্তম ঢালে
পাতারা খাদ্য রাঁধে
স্বর্গে তারা যাবে পরকালে!
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe