.................................
এসেছো খোলাচুলে, এসেছো খোলাহাতে
এসেছো খাপ খোলা সালওয়ারে
আসেনি বিদ্যুৎ, আসেনি মাছডাল
আসেনি জ্ঞানট্যান মওলারে
নামাজি সন্ধ্যা, সূর্য সিজদায়
তোমাকে গ্রহণের নাপাক কাল
আমি কি মূর্খ, অল্প মুরতাদ
বিপ্রবর্ণীয় গো চণ্ডাল?
ঘরে তো উঠবে, তবুও মসজিদ
প্রশ্ন করবেই ফারিশতা
আমি কি জান্নাতি, পরহেজ বান্দা
ফলত তকলিফ এ রিস্তার
গুনাহে সম্মতি দিয়েছি কখনও কি
কেন এ মশিবত, এই বালা
নিরীহ তাবলিগ কর্মী কেন পায়
প্রেমের মসনদে কারবালা
তবুও লড়কি এসেছো ভিনদেশে
পেয়ালা উপচানো আমাকে নাও
আমরা পালাবো, পালাবো ওই জলে
যেখানে ভাসছে নূহের নাও
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe