....................
ব্যথিত করোনি বলে আমি ওই ব্যথার
পাশে পাশে নিজেকে দেখলাম
নিজেকে দেখলাম দূর জ্যোতিষ্কের মৃত্যুশয্যার ধোঁয়ায় গর্জনে
পড়ে যাওয়া উপকারী কেননা আরও কিছু অভিজ্ঞ হলে
দশদিকে ঘর, প্রতিটি বাড়িই তো কবরের রূপ ধরে আছে
গোলাপজলের ছিটা প্রতিটি চাদরে
এই যে খুশবু-পরিবার, এই যে যথারীতি ফুলের প্রয়োগ
তুমি একটু শিল্পী হলে আর
আমি হই পণ্যবিজেতা
ভয় পাওয়া অনৈতিক নয় কেননা স্নায়ুর সুস্থতা
এক্ষেত্রে প্রমাণিত হল
প্রমাণপত্র ভিন্ন ভালবাসা হয়েছে আংশিক
বিকশিত হও আর উচ্চ থেকে মহল্লাকে দেখো
বৃহৎ কাফন ছাড়া মতাদর্শ কিছু দেখা যাবে
দেখা যাবে বহু বহু বাস, যার ছাদে শুয়ে আছে
সেইসব ডুবোজাহাজেরা যারা ডুবেছিল ভেসে উঠবে ব'লে
তারপর ডুবে গিয়েছিল
খুশি যেহেতু ব্যাখ্যাকার নয়, নিজে তার যাত্রী আছিলাম
জিয়া হক