ওড়নার নিচে তুমি বড় হয়ে গেলে, পর্দাপ্রথার নিচে নিচে
এসব অশ্লীল আর ইমেজের অনুকূল নয়
মূর্তিপুজো নামাজিও করে, যেহেতু এ ভাবমূর্তি
তাই স্বর্গ দূর নেই —এমত ধারণা
ধারণাই বনজ সম্পদ যা আনে সাপ ও ময়ূর
নিয়ে আসে হস্তশেক, মাঝের অঙ্গুলি
সম্পদ বললেই কেন মাথা নীচু করো? বক্ষসৌন্দর্য্য ছাড়া
কিছুই ভাবার আর ইহলোকে নেই?
বিক্রেতাই ঢেকে রাখে, প্রদর্শন করে—
বানিজ্যিক তুমিও কি কম, ও লজ্জা, লাজুকশাস্ত্রী
পুং-মাংস নারী?
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe