সহানুভূতি যেদিকেই যায়
নিয়ে গিয়ে রেখে এসো তাকে
এ বাড়ির কোনো চৌবাচ্চায়
রাখা কি যায় আর?
আজ বিকেল, সহানুভূতির জন্যে
গাছের পাতাও নড়ল না
কল থেকে ক্রমান্বয়ে জল পড়ে গেল
কোনো সহানুভূতি এসে
তুলেও রাখল না
কোনো বাজারে সহানুভূতির দোকান
চোখে পড়বে নিশ্চয়ই একদিন