পিয়াস মজিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিয়াস মজিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অপর্যাপ্ত গুচ্ছ কবিতা। পিয়াস মজিদ


 

মোটামুটি
________


তুমি ০১টা উইপিং উইলোর বাগান

কিন্তু কান্না তার গন্ধ ছড়ানোর আগেই

হাসি তার ছুরি ঝুলিয়ে যায় তোমার মুখে

তুমি তখন আশপাশে ঘন হওয়া

রঙের বারুদ জমা করো

কাচা কাঠ অপেক্ষায় থাকলেও

আগুনের যৌবন ফুরালে

বসে থাকাই বুড়ো হয় শুধু!



আছি
____


কাফকার লাশ থেকে
০১টা আগরবাতি
নিভে গিয়ে নদী
যার যা জ্বলার ছিল
কৌশলে পাচার করে
মেঘের ফুটপাথে
ক্লিভেজে দেখা গেলে
কান্না ও করতালি
তুমি সব গডব্লেসিং হাতিয়ে নিয়ে
পচা পানিতে খুঁজতে আছো
তাজা মাছের মঞ্জিল!

০২.

গালিবের গজলে অভিশপ্ত
কোনও মধ্যরাত
রতি থেকে ছেঁকে তুলতে চেয়ে
কয়েক ছটাক পেয়ার
তবু আমরাই বুঝেছি ভালো
কতটা গজলে গোসল করা
প্রতিটি শীৎকার!

০৩.

পৃথিবী চুপ করলে
শুরু হয় আমাদের ভাষা



চলাচল
______


গন্তব্য খুঁজি না

যতদিন আছি
রাস্তায় ঢেলে দিতে থাকি
চলাচলের রং

নিজে বিবিধ ক্ষুধা নিয়ে
রাস্তাকে দিয়ে গেছি
আমার সফরের স্বাদ