মিথ্যুকবৃক্ষের ফল


এই মিথ্যুকবৃক্ষের ফল খাবে না কখনও যদি চাও —
মাথামোটা জীবন কাটাবে গোপালন করে
যদি চাও সুচাকুরে পাত্রীর সন্ধান বন্ধ করে দেবে
অভুক্তভোগীরা বিল ছাপায়, অনুষ্ঠান করে, কুড়ি ফন্টে নাম
দয়ার শরীরে বসে মশা ও মশাই, আয়ু পান করে
কেন জানি মিথ্যুকবৃক্ষের নিচে সত্যিকার মেয়েলোক আসে
সে জানে কত অংশ তার বিক্রয়যোগ্য আর
কতখানি ব্যানার হিসেবে কাজ করে
আদম হিসেবে আমি জানি, ভাষা ব্যবহারে অদক্ষ লোকই
অপরাধী ; ভাবুকের বুক থাকতে পারে, কখনও থাকে না —
সাদা জামা,
বুক পকেট
কলার খোসার মতো জুতো, তার থাকে
স্থির বলে একে সব প্রদক্ষিণ করে —ভাবে, এই তো ভ্রমণ
যে বিছানা ঘুম দেয় রোজ, যেই ঘর আলুচোখা দেয়
সেখানেও থেকে তুমি নিজেকেই পর্যটক ভাবো?
বৃক্ষ হইতে সাবধান, তারা তোমার ভালো চায় জানো
এই কি নয় যথেষ্ট মন্দ বিষয়?

জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe