আমি ক্ষমাপ্রার্থী। ও আমার আল্লাহ। তুমি প্রিয়।
তুমিই আমাকে প্রাণ দিয়েছো। মৃত্যু তুমিই আমাকে দেবে।
এই যে সজীব আমি ব্যবহার করে চলেছি বিবিধ
অঙ্গ প্রত্যঙ্গ —সবই তোমার দেওয়া। যা খাই, যা পরি, যেখানে যাই —সবই তোমার। তুমি আমাকে নিয়ত প্রত্যক্ষ করো। আমার সব কথাই তুমি শোনো। যা ভাবি তা জানো।
তুমি ক্ষমা করো আমাকে।
প্রদত্ত দানের আমি অপচয়কারী। নিজেকে সেখানেও নিয়ে গিয়ে তুলেছি যে জায়গায় সীমালঙ্ঘনকারীরাই যায়। যা নিষিদ্ধ তাতে আমি অংশ নিয়েছি। অনুপুঙ্খ তুমি জানো।
পাপ গোপন নেই। সবই তোমার সম্মুখে।
এখন তোমার দয়া ছাড়া আমার আর কোনো আলো
অবশিষ্ট নেই। আমি নিজেই যেন একখণ্ড অন্ধকার।
ক্ষমা করো।
যে পথ সহজ, যে পথ সরল, যে পথ তোমার দিকেই শুধু
গেছে সেই পথ আমাকেও দাও।
আলো থেকে দূরে চলে যাওয়া যে কী যন্ত্রণা তা আমি
টের পাচ্ছি আল্লাহ।
মায়ের চেয়ে কত কত গুণ ভালোবাসো তুমি।
মা আমাকে ক্ষমা করে — তুমিও ক্ষমা করে দাও।
জান্নাতের বাসিন্দা কোরো।
আমার যা কিছু অশালীন, তুমি ধুয়ে দাও।
আমার সকল অভিপ্রায়কে ঠিক করে দিও।
তুমি যে আশ্রয় আমার, তুমি যে ঠিকানা।
ক্ষমা।
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe