প্রবাসী আতর এসে লাগে


কোথায় যাব এই সামান্য আলিঙ্গন নিয়ে, চাহিদা ছিল
পাঁচ মিনিট বা তারও তিন মিনিট বেশি
প্রার্থী আমি, হাত শুধু প্রস্ফুটিত নয়, এই মাত্র
এই আশ্রম আমার বন্দীশালা, গোয়াল, আস্তাবল
আমি কি লোকায়ত ষাঁড়, অবসরপ্রাপ্ত কোনো ঘোড়া?
অনেকেই জানে, হ্রদে যেখানে অনেক উচ্চতা থেকে
জনবহুল বাস পড়ে যায়, তার পথ বেশি আপ্যায়ন করে
মাসাধিক কাল বৃষ্টি হল বলে ভিজে এই জামা-পায়জামা
আলিঙ্গন সংক্ষিপ্ত করো কেননা জানো
কোন গাছে আতাফল সুমিষ্ট হয়, আর কে মুদ্রাবিহীন

জিয়া হক 

২টি মন্তব্য:

Share. Comment. Subscribe