ছড়িয়ে দিয়েছি দুটো পাখি
চলে যাবে আকাশের দিকে
তুলে খাবে তারাদের
পুং পাখি চুমু খাবে স্ত্রীকে
এই ভাবে কোনও একদিনে
আকাশও হয়ে যাবে সাদা
শাড়ি পরতে চায় সেই পাখি
হয়ে যেতে চায় কালো রাধা
নায়িকা হবার কিছু লোভ
ছিল তার সিনেমা ও গানে
ক্যামেরা বা যে কোনো যন্ত্রই
পাখিটিকে আজীবন টানে
আকাশের কোনো এক ঢালে
ভাসছিল রাধা নাম্নী পাখি
যন্ত্র খালি থুতু ফেলেছিল
তাহাতেই রক্ত মাখামাখি
নায়কের কাছে যেতে হলে
উড়তে হয় অনেক ভিলেন
ভারতীয় সেই খুকু পাখি
নিরক্ষর, ভদ্র ছিলেন
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe