কুৎসিত প্রার্থনা আর নর্দমার মধু


পরে এসো, এখন ব্যস্ততা আমার নেই
যখন খুব ভেঙে পড়ে থাকব, দেখতে এসো না
এই আমি শিল্পমেলায় যাচ্ছি, চারুকলা ভবনে,
বিদেশি সুখাদ্যের কাচ ঘেরা দোকানে পাটে,
ই-চিঠি লিখছি অপাত্রে দান করব বলে,
কাজ করছে মন, সাজিয়ে বলতে পারছি ভাষা,
মুখস্থ আছে কোন ফুল রাত্রে ফোটে, গন্ধ বেশি হয়,
কীভাবে খোলা চুলে আঙুল চালাতে হয়,
সেই দিন এসো
আমার লুঙ্গি পরা ছবিখানি তুমি দেখে ফেলো, চাই না
আত্মজীবনী লুকিয়ে রাখতে চাই ওই লজ্জাস্থান —
ঢাকার কাপড়ে — তারপরও যদি ঝরে পড়ে বীজ,
ভিজে গিয়ে দেখা হয়ে যায়
ফিরে যেতে অনুরোধ করি, এ বড় বিনীত আর আদেশানুসারে

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe