সুজাত বুখারী : বন্য উপত্যকায় ঘুম


এই যে, এই যে সেই লোক যার স্বাভাবিক মৃত্যু হল এক রাতে
ঘড়িটি ছিলই তাকের উপরে অক্ষমতা নিয়ে
ঘোরেনি বহুদিন তাই হিসাবশাস্ত্রে জ্ঞান নেই
কে কোথায় কতদিন বন্দী রয়েছে —জানে না
এখানে মাংস বহুমূল্য এখন;— ব্রাশ করে নরখাদকেরা
মুড়িজল পশুখাদ্য এখানে, চিনিতে সুগার
স্বাভাবিক পা ফেলে ফেলে কেউ চলে যাবে এমন সুদিন
ভিনদেশে আছে বলে দেশীয়রা ভাবে
ভাবে মহাপুরুষেরা, মহামহিলারা উৎসবের জন্ম দিয়ে গেছে
আর ভাবে তিনিও তাদেরই একজন

কর্তা! ফল গাছে ফল হয়, ফুল গাছে কর্মফুল ফোটে
অনেক আদর হয়, প্রকৃত চুম্বন তবে মোটে
আসে একখানা
কোথাকার স্ত্রীলোক, কবেকার ত্যাজ্য জেনানা
দিয়ে যায় ঠিক
সবারই অপমৃত্যু, এভাবেই কিছু স্বাভাবিক

জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe