বিবিধ মস্করা ও অন্যান্য দাবি। জিয়া হক



আমার ভিতরে একদিন নেমে যেতে যেতে

উপরে তাকিয়ে দেখি সে, যেন বলছে

উঠে এসো উঠে এসো

সে আমার অচেনা নয়, দেখেছি বাজারে

যেন বলি, নেমে এসো নেমে এসো,

যা যা চাও তুমি পাবে, হামলাকারীর খাজানা এখানে

আমার সমস্ত প্রসাধনী পড়ে আছে, সকল কৌশল

নিন্দা পাওয়া মুখ, আনন্দময় পিঠ, ধাক্কা খাওয়া গলা

সবই আছে, এসো, তোমারই সুবিধা হবে পরে

তদবির করে সে, বলে, সোনার সঞ্চয় কি নেই?

তোমারই গুহা এটা? তোমারই বিষ্ঠায় ভরপুর?

অপর জলাশয় দেব, সেইখানে নেমো, দেখবে

তুমি তত অত্যাচারী নও, তুমি নও যেমনটা সাব্যস্ত হল

প্রচুর প্রেমের ভারে আমি নুয়ে আছি, অনেক রক্তের ভারে


নেমে গেলে বহু পাবে? উঠে এলে পাবে না কিছুই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe