যারা স্বর্গীয় হয়
......................
সব শান্তই ছিল। টব ছিল টবের জায়গায়। আলনা, আলমারি, জলের ডাবর, জুতোর র্্যাক ছিল যে যার জায়গায়। ছেলেটি ছিল না।
কোথায় গেল সে?
সামাজিক হতে গিয়ে সে স্বর্গীয় হয়েছে।
কেমন সে স্বর্গের যাত্রাপথ?
অজ্ঞ লৌহের আর বৈদ্যুতিন সে পথ।
তার কি এঁটেল ছিল না প্রেম?
যেখানে শস্য ভালো হয়, সেখানে ব্রোকার জন্মায়।
ইংরেজি এখানে বেশরকম ত্যাজ্য ডিয়ার।
ডিয়ার এখনও যথেষ্ট গৃহীত ও প্রিয়।
শ্যাওলা শৈবাল পথে আঙুলের পরিশ্রম হবে।
আক্রান্ত বোধ করো বৃষ্টিহীন সান্ধ্য বাতাসে?
বলিনি তো, বলেছি ধীরে চলো ঘরে।
ঘর? সে কি প্রাতিষ্ঠানিক বন?
ছেলেটি কি ঘর চেয়েছিল? শহরতলির কোনো গ্রামে?
দ্বিতীয় ভাগ বর্ণপরিচিতির, সে চেয়েছে।
সূর্যোদয় হয়নি তার সুতির থলিতে?
বর্ণ তার চন্দ্রালোক, বর্ণ তাকে অন্ধ করে দিল।
কেন তার চিকিৎসা হল না?
বিশেষ রোগের বিশেষ ডাক্তারের প্রাচুর্য এখন।
ছেলেটি কি স্বর্গে ভালো আছে?
প্রকৃতিগতভাবে ভালো কেননা সেখানে তো নেই অজ্ঞ লোহা, অনক্ষর বিদ্যুৎ আর মেধাহীন মাংসের প্রহার।
তাকে তুমি সমর্থনই করো, এ আমার জানা।
ছেলেটির মেটে বাবার চোখ দুটি ধার দিতে চাই, আর হাড়, আর গলা, আর ধুতির সুতোয় বোনা নীল লুঙ্গিখানি
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe