মশহুর গুলাটি জিনিয়াস । শাহরুখ খান, করণ জোহররা যতই কপিল শর্মাকে বলুক, ইউ আর দ্য বেস্ট।
অথচ মশহুর গুলাটি যখন সুনীল গ্রোভার তখন তিনি ফ্লপ। তার নিজের মুখ যে কেন সবাই অপছন্দ করে, কে বলবে?
কাল্ট হয়ে ওঠা মশহুর গুলাটি শুধু একজন কমেডিয়ান নয়, তিনি একজন ভালো অভিনেতা, তা কে অস্বীকার করতে পারে?
দ্য কপিল শর্মা শো যে কার্যত দ্য গুলাটি শো হয়ে গিয়েছিল তা বুঝতে পেরেছিল স্বয়ং কপিল শর্মা। তাই কি অস্ট্রেলিয়াতে গন্ডগোল বাঁধে নিজেদের মধ্যে? একটা ঈর্ষার বাতাবরণ টের পাওয়া যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সোনি কর্তৃপক্ষও গুলাটি নির্ভর হয়ে উঠছিল ধীরে ধীরে। কপিল কি বোঝেনি তা? নিশ্চয়ই বুঝেছে। স্ক্রিন স্পেশ ও স্ক্রিন টাইম নিয়ে তাদের বৈরিতা যে কোনো সচেতন, সজাগ দর্শক মাত্রই খেয়াল করেছে নিশ্চয়ই।
কপিল শুধু মাত্র একজন আলাপক হয়ে, মানে ইন্টারভিউয়ার হয়ে আটকে গেল, অথচ তার উত্থান স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে। শর্মা তার প্রিয় কাজটাই মিস করতে শুরু করেছিল বলে বোধ হয়। তাছাড়া সমস্ত করতালি যখন গুলাটি কুড়িয়ে নিয়ে যায় তখন দুর্বল জোক মারা কপিল কি প্রমাদ গোনেন না?
কপিল ম্যাজিক হারিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যে বেশি দায়ী সে হল কপিল নিজে। কমেডি নাইট উইথ কপিল হিট হওয়ার পর তার মধ্যে একধরনের মালিক ও স্বৈরাচারী সত্তা জেগে ওঠে যে মনে করে সে যা বলবে তাতেই লোক হল্লা করে উঠবে হেসে। অথচ কমেডি নাইটের কন্টেন্টই ছিল কিং, কপিলরা যোগ্য সঙ্গত করেছিল মাত্র। দ্য কপিল শর্মা শো তে কন্টেন্ট বড় স্থূল ও নড়বড়ে। শুধু মাত্র প্রতিভা, প্রত্যুৎপন্নমতিত্ব ও অভিনয় গুণে উজ্জ্বল হয়ে উঠেছিল মশহুর।
সুনীল গ্রোভার অনেক অনেক পর এই স্টারডম পেয়েছেন। তার স্ট্রাগল পিরিয়ডটা দীর্ঘ দিনের। সেটা অনেকটা নওয়াজ উদ্দিন সিদ্দিকির মতোই। তা কি কেউ খেয়াল করেছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe