Delhi 2020 : Zia Haque


একটা 'উত্তম' বাক্যের কাছে দাঁড়িয়ে দেখতে চাই 'আকাশের' গঠনশৈলী । বকযন্ত্রে নিজেকে দেখেছি,— তাই / এরকম বসন্তের রাতে / হারাব পৃথিবী যেন শব্দের সংঘাতে /

তারপর চিঠি দেব তাকে / বলে দেব, মনের নাপাকে / ধরা মানা এই পত্রখানি / মানুষের প্রত্যাদেশ মানুষেরই মতো / ধুলোছাই যাই হোক, হবে না সম্মত /

জানি, তবু কিছু অনুরোধে / রোদ আসে, বৃষ্টি হয় বোধে / নিভে যায় পশুদের দিন / কলাবতী! কলাবতী!
এসেছে শ্রীহীন /
যায়,—যাবে পত্রবাহকেরা / যে-টেবিল দূরবর্তী / সুনির্মিত অন্ধকারে ঘেরা / চলে যাবে একটি পায়া যেন / কেন আর তাকে নানা শহরে ফেরানো?

চারিদিকে জীবনের ছায়া / রসিকতা করে, তবু একখানা পায়া / ক্ষয়ে গেছে দিনে / অাঙুল না দিতে পারো, চাকাটুকু দাও গতিহীনে /

চিঠিতে কী ছিল বলা ঠিক? / শান্ত হও ভিক্ষাপাত্র —আমি খালি বহন শ্রমিক

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe