নিশি
দিনগুলি রক্তে ভেসে যায়।
যন্ত্রণায়
দীর্ঘ রাত্রি একা জাগি
আর এক ভীষণ রাক্ষসী মাগি
আঙুল কামড়ে দাঁতে
অঘোরে ঘুমায়
বৈশাখী
এই তো একটু আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে
এখনো কাঁপছে রুগ্ন মাধবীলতা
আমিও সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিয়েছি আজ
যেই হাতে ব্যথা আর সহনশীলতা
নৈবেদ্য
তাঁকে দেব ব'লে
সাজিয়ে রেখেছি এই
মাংসের ছিন্নভিন্ন
রক্ত পুঁজ ঘাম
আসলে আরোগ্য এক
অতি ধীর
দেবতার ডাকনাম
নখ
চিৎকার কখনো করিনি
আমি শুধু বুঝে নিতে
চেয়েছি আমার
যন্ত্রণার
প্রকৃত স্বরূপ
সে সময় এক অপরূপ
চাঁদ উঠেছিল আকাশের কোণে
এসব দেখেছি আমি আঘাত লাগার পর—
খসে যাওয়া নখদর্পণে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe