পথচারী আজ কোথায়? : জলকণা রাহমান



একটা নৌকো নদীর ধারে পড়িয়াছিল। তাহার শরীর ছিল রুগ্ন। মাঝি তাকে পরিত্যাগ করিয়াছিল, তাই সে একটা আবাসন হইয়া উঠিয়াছিল পাখিদের। এক ঘুঘু দম্পতি তাহার ভিতর বাসা বানাইয়া বসবাস করিতে লাগিল।
কয়েক মাহিনা পর, তাহাদের ছানা জন্মাইলো। ছানারা কিচিরমিচির করিয়া উঠিল। নদীতীরস্থ শান্ত নির্জন প্রাকৃতিক সমাজে উৎসব পড়িয়া গেল।
ছানারা উড়িতে শিখিল একদিন। তাহারা উড়িয়া দূরদেশে ভ্রমণ করিতে চাহিল। তাহাদের পিতামাতা বলিল, ডোন্ট গো, উই ওন্ট লিভ উইদাউট ইউ।
তাহারা শুনিল না। তাহারা চলিয়া গেল। চতুর্দিকে ডানা ঝাপটানোর উচ্চরোল উঠিল। তাহাদের পিতামাতা কেবল নৌকোর চতুর্পাশ্বে ঘুরিয়া ঘুরিয়া কাঁদিল।
তিন দিবস তাহারা বাসা হইতে বাহির হইল না। কেবল কাঁদিল। কিছু খাইল না। কেবল কাঁদিল। 
এই নদীতীরে এক কচ্ছপ পরিবার বাস করিত। তাহাদের আবাসন ছিল ওই নৌকোর নিকটেই। তাহারা এই ঘুঘুদ্বয়ের দুঃখে বড় পীড়িত বোধ করিল।
এক সন্ধ্যায় কচ্ছপজায়া তাহার একটি ছানা লইয়া আসিল ঘুঘুর নৌকো-বাড়িতে। আসিয়া দেখিল দুটি ঘুঘু ডানা এলাইয়া, পাখনা ছড়াইয়া কাষ্ঠ পাটাতনে শুইয়া রহিয়াছে। তাহাদের চোখের জল তখনও শুকাইয়া যায় নাই।
কচ্ছপজায়া আসিয়া ঘুঘুজায়াকে জাগাইয়া বলিল, ডোন্ট বি আপসেট দিদি, উই আর হেয়ার উইথ ইউ, আফটার অল এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড। সো মি অ্যান্ড মাই হাজব্যাণ্ড থট দ্যাট উই শুড ডু সামথিং ফর ইউ অ্যাণ্ড উই আর গোয়িং টু গিভ ইউ ওয়ান অফ মাই চিলড্রেন। উড উই হ্যাভ ওয়ান?
ঘুঘুজায়া অশ্রু মুছিয়া বলিল, সো কাইণ্ড অফ ইউ। উই উইল বি গ্ল্যাড টু হ্যাভ ওয়ান বাট ওন্ট ইউ বি মিসিং ইওর চাইল্ড? ক্যান ইওর চাইল্ড অ্যাডজাস্ট উইথ আস অ্যাজ উই আর কমপ্লিটলি ডিফারেন্ট স্পিসিস।
কচ্ছপজায়া হাসি মুখে বলিল, নো দিদি, ইট উইল নট বি অফ গ্রেট প্রবলেম, আই উইল ফ্রিকোয়েন্টলি কাম অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন। বাট রাইট নাও ইউ ব্যাডলি নিড সামওয়ান।
কচ্ছপের লড়কা রহিয়া গেল। সে ঘুঘুমাতাকে 'মা' ডাকিল, ঘুঘুপিতাকে 'আব্বা' ডাকিল এবং কণাশস্য খাইতে লাগিল।
একদা সে বয়ঃপ্রাপ্ত হইল এবং ঘুঘুমাতা ও ঘুঘুপিতার নিকট অনুমতি চাহিল যে সে দূরদেশে যাইতে চায় কেননা পৃথিবীটা দেখিয়া লওয়া খুব দরকার।
ঘুঘু দম্পতি পুনরায় মহা ফাঁপরে পড়িল। অনেক অনুরোধ করিল তাদের কচ্ছপ পুত্রকে। কিন্তু সে শুনিল না। সে চলিয়া গেল।
ঘুঘু পরিবার আবার শোকাভিভূত হইল। তাহারা ডানা এলাইয়া, পাখনা ছড়াইয়া শুইয়া রহিল। দিবসেই রাত্রি নামিয়া আসিল।
এই নদীতীরেই এক শামুক দম্পতি বসবাস করিত। তাহারা ছিল বড় কোমল হৃদয়ের।
এক সন্ধ্যায় শামুকজায়া তাহার একটি ছানা লইয়া উপস্থিত হইল ঘুঘুজায়ার নিকটে। সে তখনও শুইয়াছিল। তাহার অশ্রু তখনও শুকাইয়া যায় নাই।
শামুকজায়া আসিয়া ঘুঘুজায়াকে জাগাইয়া বলিল, ডোন্ট বি আপসেট দিদি, উই আর হেয়ার উইথ ইউ, আফটার অল এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড। সো মি অ্যান্ড মাই হাজব্যাণ্ড থট দ্যাট উই শুড ডু সামথিং ফর ইউ অ্যাণ্ড উই আর গোয়িং টু গিভ ইউ ওয়ান অফ মাই চিলড্রেন। উড উই হ্যাভ ওয়ান?
ঘুঘুজায়া অশ্রু মুছিয়া বলিল, সো কাইণ্ড অফ ইউ। উই উইল বি গ্ল্যাড টু হ্যাভ ওয়ান বাট ওন্ট ইউ বি মিসিং ইওর চাইল্ড? ক্যান ইওর চাইল্ড অ্যাডজাস্ট উইথ আস অ্যাজ উই আর কমপ্লিটলি ডিফারেন্ট স্পেসিস।
শামুকজায়া হাসি মুখে বলিল, নো দিদি, ইট উইল নট বি অফ গ্রেট প্রবলেম, আই উইল ফ্রিকোয়েন্টলি কাম অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন। বাট রাইট নাও ইউ ব্যাডলি নিড সামওয়ান।
শামুকের লড়কি রহিয়া গেল। সে ঘুঘুমাতাকে 'মা' ডাকিল, ঘুঘুপিতাকে 'আব্বা' ডাকিল এবং কণাশস্য খাইতে লাগিল।
একদা সে বয়ঃপ্রাপ্ত হইল এবং ঘুঘুমাতা ও ঘুঘুপিতার নিকট অনুমতি চাহিল যে সে দূরদেশে যাইতে চায় কেননা পৃথিবীটা দেখিয়া লওয়া খুব দরকার।
ঘুঘু দম্পতি পুনরায় মহা ফাঁপরে পড়িল। অনেক অনুরোধ করিল তাদের শামুক কন্যাকে। কিন্তু সে শুনিল না। সে চলিয়া গেল।
এইভাবে কয়েক সপ্তাহ কাটিয়া গেল।
এক রাত্রে ঘুঘুজায়া বলিল, সি, অল অফ মাই চিলড্রেন, নট ওনলি মাই চিলড্রেন, অল অফ দেম ওয়ান্টেড টু গো অ্যাব্রড অর সাম ফরেন ল্যাণ্ডস। উই নেভার স্টপড দেম ফ্রম গোয়িং। বাট ইন দিস ওল্ড এজ, উই আর অ্যালোন। ইয়েস্টারডে আই ওয়াজ থিঙ্কিং সামথিং।
ঘুঘুকর্তা বলিল, হোয়াট ওয়াজ দ্যাট?
ঘুঘুজায়া আর্দ্র স্বরে বলিল, হোয়াই ডোন্ট উই গো অ্যান্ড ডিসকভার নিউ ল্যাণ্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ারসেলভস?
ঘুঘুকর্তা বলিল, ওয়েল, দেন লেটস ফ্লাই।
তাহার উড়িয়া চলিল। উড়িতে লাগিল। উড়িতে লাগিল। মেঘের মধ্য দিয়া, আকাশের কিনারা ঘেঁষিয়া উড়িয়া চলিল।
তারপর আসিল আশ্চর্য হইবার পালা।
ঘুঘু দম্পতি একে একে খুঁজিয়া পাইল তাহাদের সন্তানদের। ঘুঘু, কচ্ছপ ও শামুক--সকলেই খুব ভালো রহিয়াছে। তাহারা পিতামাতাকে ফিরিয়া পাইয়া আহ্লাদিত হইল, যারপরন্যায় আপ্যায়ন করিল। সন্তানেরা এখন পিতামাতা হইয়াছে। কিন্তু বাড়িতে নাতি-নাতনিদের দেখিতে পাওয়া গেল না।
ঘুঘুজায়া জিজ্ঞাসা করিল, হোয়্যার আর দে?
তাহারা বলিল, দে হ্যাভ গন টু ফুলফিল দেয়ার ড্রিমস ।


উপদেশ : লেট দেম গো। ডোন্ট হোল্ড এনিওয়ান ব্যাক। দেয়ার মাস্ট বি আ রিইউনিয়ন।
……………………………………………………………………………………………




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe