কর্ন গাছ তুমি এইখানে শস্য দাও, ভালো থাকো ভায়া
তুমি একটি গাছ তবু ছায়া
নেই কেন?
যাইহোক যেনতেনপ্রকারেণ
তুমি থাকো
গুবরে পোকা, গাঙফড়িং ডাকো
আমি চাই কোনো একদিন
বলব কর্ন, আমার এ চুমুটুকু উপহার নিন
এই ভালো ভালোবাসা দানা
ফেলে রাখো রোদজলে কেহই খাবে না
অন্ত্যমিলে 'ছায়া' বড় ক্লিশে
যেভাবে 'শে' মিলে যায় প্রচলিত অহেতু বন্দিশে
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe