প্রজা-প্রতিবন্ধকতা


পাহাড়ের মধ্যে আমি আগুন দেখতে পেয়েছি
আর ঘরের মধ্যে
প্রজাপতি থাকত সেখানে সপরিবারে
গঙ্গাজল ছিল না দূরেকাছে, কোথাও, অাগুন-নির্বাপক
অনেক জঙ্গলের পরে শহর দেখা যায়, পড়ে এক গ্রাম
ওখানেও ভালোবাসা হয়
প্রত্যাখ্যান ওখানেও প্রচলিত আছে
চিকিৎসক গান গেয়ে অসুখ সারায় ওই দিকে

যা নেভে না, যা ক্রমান্বয়ে লাল হয়ে ওঠে
যে লাল মাংসের নয়, মনের গোস্ত থেকে ঝরে
তাকে মান্যতা দেয় প্রজাপতি —পতঙ্গভুক
প্রজাপতয়ে নমঃ, আরো কিছু শাদি হোক শীতে

জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe