দুঃখ দেখে নয়, মানুষের কান্না দেখে ইদানীং কান্না পেয়ে যায়
কত ফুলদল দাহ হল, বাগান নিরুত্তর রয়েছে তারপরও
মৃত্যু একটা কোর্স —জেনেছি শেষ দিনে
নদী শুধু পার হয় নৌকো, গোল পার্থিব গ্রাম—
মহাপ্রয়াণ, গোরস্থান, বিধবা আশ্রম
খুব কি সস্তা হল স্নেহের বাজার?
পড়েই গেল কি আজ চুম্বনের দর?
কোর্স শেষে মুদ্রিত হতাশা আসে ঘরে?
কান্নাও নয়, মানুষকে দেখা আজ দুঃখের ঘটনা
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe