আমরা মরে যাব ;
আমরা সবাই
একসঙ্গে
মরে যাই না কেন?
আমাদের পালিয়ে যেতে হবে ;
আমরা সবাই
একসঙ্গে
পালিয়ে যাই না কেন?
আসছে অনৈতিক ভোর, সাধারণ সূর্য, সর্বজনগ্রাহ্য কাশি
আমরা হেরে যাব ;
আমরা সবাই
একসঙ্গে
হেরে যাই না কেন?
লক্ষ করেছি তোমার শান্ত কালো বাতাস ; বেশ ভদ্র জামা
এই সবই
মারবে আমাকে, আমাদের কেননা কেননা
তাহলে কেন না
আমরা একসঙ্গে
ঘুমিয়ে পড়ি —স্বপ্ন দেখি
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe