Corn গাছের কাব্য


কর্ন গাছ তুমি এইখানে শস্য দাও, ভালো থাকো ভায়া
তুমি একটি গাছ তবু ছায়া
নেই কেন?
যাইহোক যেনতেনপ্রকারেণ
তুমি থাকো
গুবরে পোকা, গাঙফড়িং ডাকো
আমি চাই কোনো একদিন
বলব কর্ন, আমার এ চুমুটুকু উপহার নিন

এই ভালো ভালোবাসা দানা
ফেলে রাখো রোদজলে কেহই খাবে না

অন্ত্যমিলে 'ছায়া' বড় ক্লিশে
যেভাবে 'শে' মিলে যায় প্রচলিত অহেতু বন্দিশে

জিয়া হক 

মানুষকে দেখা আজ দুঃখের ঘটনা


দুঃখ দেখে নয়, মানুষের কান্না দেখে ইদানীং কান্না পেয়ে যায়
কত ফুলদল দাহ হল, বাগান নিরুত্তর রয়েছে তারপরও
মৃত্যু একটা কোর্স —জেনেছি শেষ দিনে
নদী শুধু পার হয় নৌকো, গোল পার্থিব গ্রাম—
মহাপ্রয়াণ, গোরস্থান, বিধবা আশ্রম

খুব কি সস্তা হল স্নেহের বাজার?
পড়েই গেল কি আজ চুম্বনের দর?
কোর্স শেষে মুদ্রিত হতাশা আসে ঘরে?

কান্নাও নয়, মানুষকে দেখা আজ দুঃখের ঘটনা

জিয়া হক 

প্রজা-প্রতিবন্ধকতা


পাহাড়ের মধ্যে আমি আগুন দেখতে পেয়েছি
আর ঘরের মধ্যে
প্রজাপতি থাকত সেখানে সপরিবারে
গঙ্গাজল ছিল না দূরেকাছে, কোথাও, অাগুন-নির্বাপক
অনেক জঙ্গলের পরে শহর দেখা যায়, পড়ে এক গ্রাম
ওখানেও ভালোবাসা হয়
প্রত্যাখ্যান ওখানেও প্রচলিত আছে
চিকিৎসক গান গেয়ে অসুখ সারায় ওই দিকে

যা নেভে না, যা ক্রমান্বয়ে লাল হয়ে ওঠে
যে লাল মাংসের নয়, মনের গোস্ত থেকে ঝরে
তাকে মান্যতা দেয় প্রজাপতি —পতঙ্গভুক
প্রজাপতয়ে নমঃ, আরো কিছু শাদি হোক শীতে

জিয়া হক

গণহত্যা, গণতন্ত্র, গণকবর


আমরা মরে যাব ;
আমরা সবাই
একসঙ্গে
মরে যাই না কেন?
আমাদের পালিয়ে যেতে হবে ;
আমরা সবাই
একসঙ্গে
পালিয়ে যাই না কেন?
আসছে অনৈতিক ভোর, সাধারণ সূর্য, সর্বজনগ্রাহ্য কাশি
আমরা হেরে যাব ;
আমরা সবাই
একসঙ্গে
হেরে যাই না কেন?
লক্ষ করেছি তোমার শান্ত কালো বাতাস ; বেশ ভদ্র জামা
এই সবই
মারবে আমাকে, আমাদের কেননা কেননা
তাহলে কেন না
আমরা একসঙ্গে
ঘুমিয়ে পড়ি —স্বপ্ন দেখি

জিয়া হক 

অনবদ্য অন্ধকার চারিদিক


আমি কি নিজেকে অনবদ্য অন্ধকার উপহার দিচ্ছি রোজ?
হারিয়ে ফেলছি যোগাযোগের ভাষা ও গাড়ি
আর যা হারিয়ে যায় নদীতীরে তাকে শুধু
ফসলের জঙ্গলে পাওয়া যেতে পারে এমন ধারনা থেকে
কাটা হয়, কেটে ফেলা হয় শস্য খেত, ইচ্ছা ও আমাদের ঘর
কী অসম্ভব এই শহরপত্তন, নলকূপ, শাদী মুবারক
কী উৎসব ওই শ্রাদ্ধবাড়ি, শিশু ও লিঙ্গ নির্ধারণে
নৌকো চলে না ; নদী খালি পড়ে যায় সমুদ্রে —আর ধানক্ষেতে
কথা শুধু জমা হতে হতে সুদ হয়ে যায়, দূরত্ব কমে না
তোমাদের বাড়ি এই পায়ে হাঁটা পথ, তবু
যেতে চায় না আমাদের অটো — তোমার নিকটে
তোমার নিকটে ওড়ে কাক কেননা খাদ্য রয়েছো তুমি সেই
বাসে যেতে যেতে ভাবি, পা নয়, পাছা-ই যোগ্যতা আজ দিনে

জিয়া হক