শীতের পশমিনা জ্যাকেট, জওহর কোট চাপিয়ে এল বি এড কলেজের নায়কনায়িকারা। তারা যে কোনো বাংলা মেগা সিরিয়ালের কুশীলব হতে পারে। অভিষেক মালি, সচিন, রাধামাধব —সবাই পরিবারের 'বড় থেকে ছোট' সজ্জায় ভাই হতে পারে। দেবশ্রী দি হতে পারেন স্নেহশীলা জননী গোত্রের কেউ। সংহিতা হবে বাড়ির ছোট ননদ, যে কিনা আদর-জবজবে আর কোমল-মতির। সায়ন্তিকা বসবে কোনো লাফটার চ্যালেঞ্জের জাজের ফুলো চেয়ারে। বিনা পাঞ্চেই সে দু বস্তা হেসে দিতে পারে।
ইতিহার দা যেন অনেক অনেক দূর-সম্পর্কীয় কোনো আত্মীয় ; বহু যুগ পরে দেখা হয়ে গেছে ; নির্ভুল চিনে উঠতে পারছেন না মুখগুলো ; তাই 'হাসিব কি হাসিব না' —এই দ্বন্দ্বে আড়ষ্ট হয়ে আছেন। তাঁকে বৈঠকখানায় বসানোর ব্যবস্থা হোক ভদ্র মহোদয়গণ।
এই আমাদের মহা-মহা-মহাবিদ্যালয়। অনেকে বুঝে উঠতে পারছে না, একে ভালবাসা যায় কি না আর গেলে কীভাবে!!
বাকিরা কে কী রোল পেতে পারে সাজেস্ট করতে পারো। নইলে আমাকেই পূর্ণাঙ্গ দায় লইতে হইবেক...
Khb valo lekha hye6e .erokom ro lekhar opekhai thkbo
উত্তরমুছুননিশ্চয়ই ভাই। ভালো থাকিস।
মুছুন