১.
দূর থেকে ফিরে
যতবারই
চুমু রাখি —ততবারই
মনে হয়, একটা
কর্মব্যস্ত চিঠি
ফেলে চললাম
লাল এক
ডাকবাক্সে
২.
কোনো গ্রীষ্মে
সমুদ্রের কোণায় নিজেকে ছড়িয়ে
ভাবি তোমাকে,
সমুদ্রকে বলিও তোমার কথা —
কী ভাব আমার তুমি-বিষয়ক
সমুদ্র ছেড়ে দিত তার জল-তীর
তার মাছরাজি
তার ঝিনুকখোল
আর
অনুসরণ করত আমাকেই
[আরও কবিতা ক্রমপ্রকাশ্য
অনুবাদ: জিয়া হক ]
আরো কবিতা চাই
উত্তরমুছুনঅনুবাদ চলছে প্রশান্ত। দেব। লিঙ্ক শেয়ার করে অন্যকে পড়বার সুযোগ করে দিও শুধু।
মুছুন