যদুপুর লোকাল

কেউ কোথাও নেই
জিয়া হক
.............
গানবাহী বাতাস এলেই মনে হয়
পুলিশ এসেছে
ফুটে উঠতে দাও গোলাপ, প্রতি বছর
ঝরে যেতে দাও গোলাপ, প্রতি দিন
মালবাহী জনৈক এলেই মনে হয়
প্রেমপত্র পুলিশেরা পায় কার থেকে?
মরে যেতে দাও পাখি, প্রতি শীতে
ভেঙে যেতে দাও পাখা, এই শীতে
শ্রাদ্ধগৃহে নেই শুধু খাসিগোস্ত, শ্রদ্ধাপাত্রখানি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe