Nizar Qabbani : an essential poet
১.
দূর থেকে ফিরে
যতবারই
চুমু রাখি —ততবারই
মনে হয়, একটা
কর্মব্যস্ত চিঠি
ফেলে চললাম
লাল এক
ডাকবাক্সে
২.
কোনো গ্রীষ্মে
সমুদ্রের কোণায় নিজেকে ছড়িয়ে
ভাবি তোমাকে,
সমুদ্রকে বলিও তোমার কথা —
কী ভাব আমার তুমি-বিষয়ক
সমুদ্র ছেড়ে দিত তার জল-তীর
তার মাছরাজি
তার ঝিনুকখোল
আর
অনুসরণ করত আমাকেই
[আরও কবিতা ক্রমপ্রকাশ্য
অনুবাদ: জিয়া হক ]
অন্য বাংলাদেশ : অন্য কবিতা : সাইফুল ভুঁইয়া
ভালবাসা
জিয়া হক
I love cryptogram
গুগল প্লে স্টোরে একটা গেমিং অ্যাপ আছে — ক্রিপ্টোগ্রাম।
কাল্পনিক শত্রুদের কাল্পনিক বন্দুক দিয়ে খুনের জঙ্গিপনা, শিশুকিশোর মনের খুনকে শ্রেয় জ্ঞান করতে শেখা, নৃশংসতার মান্যতা প্রাপ্তি, কানুন 'স্ব হাতে তুলে নেওয়া' —এই সবই ঘটে খুনে গেমগুলোতে। এটা ঠিক যে, গ্রাফিক্সের কাজে কর্মে এই গেমগুলো সিনেমার সমকক্ষ। অ্যানিমেটেড মুভির নিয়ন্ত্রণ যেন খেলোয়াড়ের হাতে। খেলোয়াড় কি এখানে খানিকটা পরিচালকের আসনে বসবার সুযোগ পেয়ে যাচ্ছে? এটাও কি খানিক সত্যি যে পারিপার্শ্বের কিছুই যার কথা শোনে না, সেখানে একটা অঞ্চলের বন্দুকধারী কর্মকর্তা হয়ে ওঠা প্লেয়ারের এমপাওয়ার্ড অনুভব করার প্লেজার আছে? লোন উলফের ধারণাকেও এক্ষেত্রে মেলানো যেতে পারে।
বলতে চাই ক্রিপ্টোগ্রাম গেমটি সম্বন্ধে। এই খেলাকে কেউ বলতে পারে 'গেসিং গেম'। বর্ণ আন্দাজ করা, সেই অন্ধকারি ঢিল কুড়িয়ে শব্দের সন্ধানে বেরনো। আসলে কিন্তু তা নয়। আমাদের মস্তিষ্কের স্কিমা অঞ্চলের প্রক্ষালনই কার্যত ঘটে। এটা অসত্যি নয় যে, শুরুটা অনুমান নির্ভর, কিন্তু ওইটুকুই। তারপর আপনার ভাষাজ্ঞানই আপনাকে সুপথ দেখাতে পারে। বৈষয়িক জ্ঞানগম্যিও প্রদর্শক হবে।
গেমটা কী? প্রখ্যাত মনীষীদের উক্তি উদ্ধার করাই খেলা। আছেন বুদ্ধ, অ্যারিস্টটল, শেক্সপিয়র, শেলি প্রমুখ। তবে টুইস্ট হল, উক্তিগুলো প্রায় নেই বললেই চলে। হিন্টের জায়গায় থাকবে —উক্তিটা কার ও কী বিষয়ক। আর থাকবে বিচ্ছিন্ন কয়েকটা বর্ণ। অন্তর্বর্তী বর্ণের মালা বানিয়ে শব্দ থেকে বাক্য নির্মাণই আপনার খেলোয়াড়ি প্রকল্প।
যেমন...। আসলে উদাহরণ দেওয়াই সম্ভব নয়। অ্যাপটা ডাইনলোড করে খেলে দেখুন। সুবিধা হল, এর সাইজ মাত্র ৩ এমবি।
আমরা তো ত্রাতা নই, কিন্তু শব্দের উদ্ধারকারী হতে কে না ভাষায় ডুব দিতে চায়।
শুভ অবগাহন।
ভালবাসা
জিয়া হক
Virgin Road

I find no one who could sit by me. I am neither a river nor I do have benches to sit upon. I still wait for a passenger who will enter this compartment and everything will look gentle. Am I bothered about 'looks'? Am I scared of ugliness? How come I, with a mind that is not as much clean as it should be. Body sprays take care of bodies. It is merely another tool to hide ourselves. When you say, I love you and put burden on my head, it really stinks. I know, life stinks.
Why don't you leave this dress then?
—To be true, it already has ruined my nasal competence.
—Your nose is beautiful, I must say.
—It has just been a facial accessory and I have lost my mirror the day it has lost its job.
With love
ZIA HAQUE
Early riser
To live in the hearts, he left the world. I got him in my dream and asked, 'don't you think, heart is not a safe place to be in?'
He smiled. He laughed. He started crying.
It was middle of the night. It was the time for tahazzud salat.
He said, why do you get up so early?
—to perform salat.
—why do you perform salat?
—Is this just a curiosity or a question?
He said, I just want to know.
I said, to have a good life in here after.
'This was the reason I got up early ', he said and my dream faded away.
এক আশি
ছেলেটি ভীষণ উজ্জ্বল, একদিন রবীন্দ্রনাথ
হয়ে উঠবে বলে ধারণা মফস্বলবাসীর।
সে গানের ব্যাখ্যা জানে, জানে ছবিতে
লাল রঙ মানে কী, তার জন্ম অল্প দিনই
আগের ঘটনা, তার নামই উজ্জ্বল,
উজ্জ্বল সিরিয়া কোথায় জানে, সিরিয়া
কোথায় চলেছে জানে, ডাক্তার বলেছে,
বেশিদিন বেঁচে থাকা উজ্জ্বলের জন্য হানিকর,
এই বয়সে জ্যোৎস্না রাত উপভোগ করতে শিখে
গেছে সে একা একা, নিজে নিজে,
সব সাদা আর সব কালোর মাঝখানে ঘষা অঞ্চল
সে জানে, সে তার আত্মজীবনীর নাম ভেবে রাখে,
একটা বিষয় সে জানে না, সবাই কি এই স-ব বোঝে?
জিয়া হক
Fragrance of poetry
Being incorrect
Being incorrect :
psychologically & grammatically
.........................
Ignore me. Do I deserve that much attention u pay? I love to be left out, I liked to be hated, I preferred to stay far from the daily celebration party of life. I had no grievance. Watching everything from a distance is bliss, a few can afford. A very few can tolerate to be ignored or to be dominated by all. It requires a healthily strong mind. One in a million possesses that extra natural or super normal psyche. A dark horse or an under dog is an 'animal' I always loved. I could have waited for the flower which bloomed lately as if I was its sole buttler. As if I was its honey bee and ambitious auctioneer. I dreamt of being a chosen one. There must be some one or some agencies that will choose me out of this massive mass. It is a vivid waiting like the boy in the short story 'araby' written by James Joyce. That waiting made his life worth living. It should not have been ended ever. Oh, poor chap! He tried to go through the final page of the notebook. Life is like an onion, if too close you lean on it, what you only have is tears. Keeping distance is being safe.
I bought two gold fish. It taught me a lesson before dying. What was it? I pined for beauty, I longed for beauty, I craved for beauty but all I did was pining, longing and craving. I never thought if I deserved beauty at all or the beauty deserved me at all. I did not thrash the aquarium as it was a cemetery for two poor souls. Two gold fish were buried in oblivion. I did not want them to be Phenix for deconstructing the experience is painful. It rested in peace and my peace of mind rested in them. They were not poor souls but my idea was. The idea of beautifying my cage. A cage with luxury. It is like being on the top. It is like being loved and surrounded by strangers in a holy place where you cannot utter any cussing word. There always is a close circuit god like cctv or iblish watching which spot you are itching in. I was fed up with iblish. I never saw him but could sense its presence near me. It was a battle of sahi-path. I wanted him to be visible, to come for a fist but he opted the guerrilla way.
I still lurk amidst the debris. I want to be my own rescuer, with His blessings. A road ends only when you lose the wish to walk. You lose the desire to walk only when you start thinking that it is your legs that make you walk.
With love
Zia Haque
যাদুপুর লোকাল ডাউন
অনুষ্ঠান কর্মী
জিয়া হক
..............
বন্ধু দরকার কেননা সবারই
অন্তত একটি জনম্ দিন আছে
যখন সব কেক নিভে গেল তখন
একটা পুরনো বটগাছের নিচে
জিজ্ঞেস করতেই পারো, 'আপনি কি
কারো জন্যে দাঁড়িয়ে আছেন?'
সেও মুখ হয়ত তুলে বলবে, 'আজ কারও
জন্মদিন নেই?'
দুজনেই তারপর ডুবে যাবে অপরিচয়ে —
সমাজি মাধ্যমে / সোশিও সাগরে
মাঝপথে
মাঝপথে
(অনু নাটিকা)
জিয়া হক
...............
আনন্দী দল
গম্ভীরা দল
মধ্যবাসী দল
সূত্রধর
...............
সূত্রধর : নমস্কার সুধীবৃন্দ। আলাপ করিয়ে দিই। আমার ডাইনে রয়েছে আনন্দী দল। তাদের সবেতেই আনন্দ। তাদের পা খালি নেচে বেড়ায়। ছাড়া পেলেই আর খুঁজে পাওয়া ভার। তাদের ফেসবুক অ্যাকাউন্ট জুড়ে রয়েছে রেস্টুরেন্টে খাওয়ার ছবি, মাল্টিপ্লেক্সে সিনেমার পোস্টার পাশে ছবি, লং জার্নি, শর্ট জার্নি, মিডিয়াম জার্নি, উচ্চ মিডিয়াম জার্নি, নিম্ন মিডিয়াম জার্নির ছবি, এদের চামড়া কী সুখী! দেখুন হাসছে। এমন জ্বলজ্বলে কটনের ঘেরাটোপে থাকা চামড়াকে চামড়া বলা আমার অনুচিত হচ্ছে, এটা ১০০ ভাগ খাঁটি স্কিন।
এইবার আসি আমার বাম দিকে। এরা গম্ভীরা দল। এদের মুখে সূর্যোদয় হয় না। সবেতেই এরা গম্ভীর। এঁরা বাহুবলী দেখে না, মোমো খায় না, ভারত বিশ্বকাপ ক্রিকেট জিতলেও তাঁদের মুখের ন্যূনতম বিকৃতি হয় না। কপিল শর্মা, মশহুর গুলাটির যৌথ ট্যাবলেটেও এঁরা ঋষিসুলভ। কী শান্ত, কী সমাহিত! তাঁরা ফেসবুকে শুধু কেঁদো ভল্লুকের ছবি শেয়ার করেন আর বিপুল ভারতের বিপুল ডাস্টবিনের কিছু ছবি। তাঁরা লাইক-প্রত্যাশী নন। তারা না দার্শনিক, না রামগরুড়, কিন্তু কী এক অজ্ঞাত কারণে তাদের মনে তো নয়ই, সৌজন্যের মুখেও সুখ নেই।
এবার আলাপ করাই তিন নম্বর দলের সঙ্গে। এরা মধ্যবাসী। মাঝের পথ ধরে এরা হেঁটে চলেছে। এক গালে চাপড় খেলে এরা আরেকটা গাল বাড়িয়ে দেয় না আবার দূষিত গাল পেলেই কেবল চাপড়ে চলে না। এরা রবীন্দ্র সঙ্গীত শোনে, হিমেশ রেশমিয়াও শোনে। চেতন ভগতকে এরা ক্ষমা করে দেয় অক্লেশে, সলমন রাশদিও বালিশের পাশে রাখে এরা। মধু চা কিম্বা চিনি হীন চা —কোনোটাতেই এদের আপত্তি নেই। আনন্দের গানে তারা নেচে ওঠে, বিষাদের গানে এদের মুখ হয় গম্ভীর।
পরিচয় পর্ব শেষ। এবার শুরু হবে নাটক। দেখুন না, কোনও স্ক্রিপ্ট নেই, কিন্তু তাও একটা নাটক। আসলে এদের জীবনটাই একটা ড্রামা। এনে ফেলুন না যে কোনো একটা বিষয়, দেখবেন শুরু হয়ে যাবে বিপুল বিশাল মহাভারতীয় ড্রামা।
(দর্শকদের মধ্যে বসে থাকবে নাটকদলের একজন প্রতিনিধি। তাকেই ডেকে মঞ্চে তুলবে সূত্রধর।)
এই দেখুন না, অচেনা অজানা আধারকার্ডহীন এই বালক একটা কথা শুধু এই দলের সামনে বলবে আর তাতেই কী বেঁধে যায় দেখুন।
সূত্রধর : আপনার নাম কী রাজন?
—আমার নামই তো রাজন। রাজন হালদার। আপনি কী করে জানলেন গুরুদেব?
সূত্রধর : (খানিকটা বিস্ময় ও খানিক শ্লাঘা মিশিয়ে) সে অনেক সাধনা রাজন। তা যাক গে, এই যে তিনটে দল দেখতে পাচ্ছেন, এদের সামনে যে কোনো একটা মন্তব্য করুন প্লিজ।
—কী মন্তব্য করব গুরুদেব?
সূত্রধর : এই রে তাও বলে দিতে হবে? (মনে মনে)। আপনার শিশুর বিষয়ে কোনো কথা বলুন হে রাজন। এরা শিশুপ্রেমিক কি না।
—যথা আজ্ঞা গুরুদেব।
রাজন ইতস্তত করে এগিয়ে যায় মঞ্চের মাঝখানে। তিনটে দলের দিকে আড়ষ্ট ভাবে তাকায়, তারপর আনন্দী দলের দিকে তাকিয়ে বলে, আমার ছেলেটি বড্ড বেয়াদব।
তাই শুনে আনন্দী দল : ছেলে? হা হা হা হা হা হা
বড্ড? হা হা হা হা হা হা হা হা হা
বেয়াদব? হা হা হা হা হা হা হা হা হা হা
রাজন : আপনারা হাসছেন কেন?
তাই শুনে আনন্দী দল : আমরা? হা হা হা হা হা হা
হাসছি? হা হা হা হা হা হা
কেন? হা হা হা হা হা
নিজেরাই জানি না। হা হা হা হা হা হা হা হা হা হা
রবীন্দ্র সঙ্গীত শুরু হয়, —'বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও '
আনন্দী দল : বড্ড বড় আশা গো। হা হা হা হা হা হা হা
এসেছে? কিন্তু কার কাছে? হা হা হা হা হা হা হা হা
ডেকে লিবে নাকি তুলে লিবে অ্যা? হা হা হা হা হা হা হা
রাজন ঘাবড়ে যায়। সে এবার গম্ভীরা দলের দিকে তাকায়। বলে, আমার ছেলে জলকে বলে হিসি।
তাই শুনে গম্ভীরা দল : ছেলে? বলে কী লোকটা!!!
জল? ওমা সে কি!!!
হিসি? কী ভয়ানক, কী ভয়ানক!!!
রাজন : আপনারা এত গম্ভীর কেন?
তাই শুনে গম্ভীরা দল : আমরা? বলে কী লোকটা!!!
গম্ভীর? ওমা সে কি!!!!
কেন? কী ভয়ানক, কী ভয়ানক!!!!
নিজেরাই জানি না। উফ্
রবীন্দ্র সঙ্গীত শুরু হয়, —'পাগলা হাওয়া বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে '
গম্ভীরা দল : হাওয়া পাগল হয়ে গেছে! কী সর্বনাশ।
বাদল দিনের হাওয়া? লাগলেই সর্দি! হচ্ছেটা কী!
নেচে উঠছে সব! হায় হায়!
সূত্রধর সামনে দাঁড়িয়ে মিটি মিটি হাসেন। তিনি তো সর্বজ্ঞ। কী ঘটবে আনুপুঙ্খ তার জানা। মজা দেখছেন —এমন একটা ভাব তাঁর মুখে।
রাজন এইবার মধ্যবাসীদের দিকে তাকায় একবার, আরেকবার দর্শকদের দিকে তাকায়। কী বলবে সে বুঝতে পারে না। তারপর মুখ ফসকে আচমকা বলে ফেলে, আমার ছেলে ফেলু মাল।
তাই শুনে মধ্যবাসী দল : আপনি এখানে বসুন প্রথমে। কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে।
১. আপনার ছেলের বয়স কত?
২. সে কোন ক্লাসে পড়ে?
৩. শুরু থেকেই কি সে ফেলু ছিল?
৪. কবে থেকে এমনটা ঘটল?
৫. পড়াশোনা ছাড়া আর কী করতে সে ভালবাসে?
সূত্রধর মঞ্চের সামনে এসে দাঁড়ান: আপনারা দেখছেন যে রাজন ইজ ইন সেফ হ্যান্ডস নাও। আনন্দী ও গম্ভীরা এরাও উদ্ধার কাজে নেমে আসতেই পারে। শুধু দরকার মানসিকতার যৎসামান্য বদল। দুশ্চিন্তা করবেন না, এই বদলে আপনাকে শনাক্ত করতে কারোরই অসুবিধা হবে না। আনন্দী ও গম্ভীরা —এই দুই দল এক জায়গায় মিশলেই কিন্তু সূত্রধর ভ্যানিশ।
খেলা দেখুন।
আনন্দী দল আর গম্ভীরা দল ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসে। আর সূত্রধর পিছু হঠতে থাকেন।
আনন্দীদের হাসি মুখ স্বাভাবিক হয়ে আসে। গম্ভীরাদের বিষাদমুখ সহজ হয়ে আসে। তারা মধ্যবাসীদের সঙ্গে মিশে যায়। আর সূত্রধরকেও মঞ্চে খুঁজে পাওয়া যায় না।
নেপথ্যে সঙ্গীত বাজবে : আহা কী আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
সমাপ্ত
অনুভূতি বাজার
সহানুভূতি যেদিকেই যায়
নিয়ে গিয়ে রেখে এসো তাকে
এ বাড়ির কোনো চৌবাচ্চায়
রাখা কি যায় আর?
আজ বিকেল, সহানুভূতির জন্যে
গাছের পাতাও নড়ল না
কল থেকে ক্রমান্বয়ে জল পড়ে গেল
কোনো সহানুভূতি এসে
তুলেও রাখল না
কোনো বাজারে সহানুভূতির দোকান
চোখে পড়বে নিশ্চয়ই একদিন
যদুপুর লোকাল
কেউ কোথাও নেই
জিয়া হক
.............
গানবাহী বাতাস এলেই মনে হয়
পুলিশ এসেছে
ফুটে উঠতে দাও গোলাপ, প্রতি বছর
ঝরে যেতে দাও গোলাপ, প্রতি দিন
মালবাহী জনৈক এলেই মনে হয়
প্রেমপত্র পুলিশেরা পায় কার থেকে?
মরে যেতে দাও পাখি, প্রতি শীতে
ভেঙে যেতে দাও পাখা, এই শীতে
শ্রাদ্ধগৃহে নেই শুধু খাসিগোস্ত, শ্রদ্ধাপাত্রখানি
রসুন
রসুন
জিয়া হক
............
'রাত ভর পীঠ লাগাকর ভী তো
শোয়া নহীঁ যাতা! '— গুলজার
রোদ এসে বৃষ্টির গায়ে পড়েছে।
একটা বিড়াল লুকিয়ে লুকিয়ে কাঁদছে।
এমন দুপুরে এমন কাঁদাকাটাকাটি কেন?
ফিঙে পাখিদের স্মৃতি উড়ে উড়ে আসে,
এমন রোদে বৃষ্টি কেন ঘটে
এমন বর্ষায় রোদ কেন ঘটে।
আমি রসুন থেঁতার শব্দে আহত হয়ে আছি
স্বচ্ছ অভিযান
স্বচ্ছ অভিযান
জিয়া হক
.............
উঠোন ছিল নির্জন আর মাছও
ভাজছিল না কেউ,
গণকবরের গাছগুলো
দুলছিল সার্ধশতবর্ষে
মানুষ যাচ্ছে শিকারে আর কুকুরেরা
তার বন্ধু
নাক দিয়ে সব মনে রাখা
এই বান্ধবদের চাকরি
তুমি ভালবাসো এই সন্ধ্যা?
ভালবাসো সন্দিগ্ধ
সংশয় ছাড়া প্রীতিভাজনেরা
উদাসীনতায় বিদ্ধ
আমাকেও যারা তুলেছে এই সন্ধ্যার লাল ভবনে
রোসো! লাল ঠিক নয়, গোলাপি তবে
তাতে আসে-যাবে এই যবনের?
তোমরা কিন্তু কবরের খুব ধারপাশ দিয়ে হাঁটছো
এই আবাসন পতঙ্গভুক,
ব্যাখ্যাও তার স্বচ্ছ
নেমে এসেছে পুতুলের শান্তি
নেমে এসেছে পুতুলের শান্তি
জিয়া হক
.............
সে বলল, 'মেয়েটা একেবারে পুতুলের মতো।'
আমি বলি, 'তুমি আমাকেও পুতুল দেখেছিলে।'
সে বলল, 'আসলে সবই আমার কাছে পুতুল। '
আমি বলি, ' তুমি একটা পুতুল আর তোমার মন
পুতুলখেলার ঘুমটা জাগতে চাইছে না। '
সে বলল, ' আমার যে ঘুমেই শান্তি। '
আমি বলি, ' তুমি জেগে দেখেছ কখনও? '
সে বলল, ' তুমি তো চির জেগে, তোমার কি শান্তি আছে? '
আমি বলি, ' জেগে আছি বলে আমি যে ঘুমকেও
টের পেতে পারি। এটুকুও শান্তি। '
—' এটুকুও! দূর! '
আশ্বিনের কাত্তিকের কথামালা
আত্মালাপ
জিয়া হক
..............
উৎপল : নিরক্ষর বেশ্যাদের কাছে যেতে...
বিনয় : আজও ভালো লাগে?
উৎপল : নাইট স্কুলের প্রধান শিক্ষিকা তারা...
বিনয় : আমি তো কয়েকবার ভুট্টাক্ষেতে
উৎপল : দেখা পেয়েছিলে?
বিনয় : তারা সারস সারস, কী শুভ্র সাদা!
উৎপল : তারা কর্মন্য, পাউডার সচেতন, পাহাড়ের
অধিকার চায় না
বিনয় : পাহাড় কি বাদামের? বাদামী পাহাড়?
উৎপল : আমার চটির কথা মনে পড়ে
বিনয় : পরাঙ্মুখ চটি, নালিঘাস
উৎপল : তোমার সারস, জানো, প্রকৃতই
উড়ে বসে প্রাকৃতজনের আপ ট্রেনে
বিনয় : হ্যাঁ, হ্যাঁ, সারস
উৎপল : হেমন্তের জঙ্গলে যাবে আজ?
বিনয় : সে তো শক্তির গড়
উৎপল : সেখানে কুয়োর জলে...
বিনয় : ঈশ্বর কি গনিত বোঝেন, হ্যাঁ?
রিস্কা
রিস্কা
জিয়া হক
.............
বৃষ্টির ছাঁট আসছে। গেলাম।
তারাগুলো আজ নেই। গেলাম।
কুকুরবর্গ ভিজছে। গেলাম।
বাজিগুলো সব নিভে যায়। গেলাম।
বেড়ালেরা প্রায় চিনামাটির। যাব না
দরোজারা সব পাথরের। আমি যাব না
সুকবিতার সুগন্ধ
সুকবিতার সুগন্ধ
জিয়া হক
..............
'নজম কা তজযিয়া করতে করতে / পুরা গুলাব হী ছীল দিয়া / মিসরে অলগ, অলফাজ অলগ / ডন্ঠল-সা বচা, ন খানে কো, ন সুঁঘনে কো! / খুশবু কুছ হাথ পে মসলী গয়ী / কুছ মিটটী মেঁ গিরকে গর্দ হুই / নজম পড়হুঁ তো ওঅ ভী অব / খালি বর্তন সী বজতী হ্যায়!!'
— প্লুটো, গুলজ়ার
কবিতার কি কোনও দেশকালের সীমা-বাঁধনছাঁদ থাকে? বিশেষ কাল বিশেষ একটি লিখন'ছাঁদ'-এর মোহে পড়ে বটে, সাহিত্য ঐতিহাসিকরা সেই প্রবণতা মেনে-মেপে যুগ বিভাগ, পর্ব বিভাজনও করেন হয়ত, এই ছাঁদেরই পৃষ্ঠপোষক হয় হয়ত বড়তর কোনও পুঁজি, এই 'ছেঁদো' চর্চার বাহির-বাসীরা 'অন্য' / 'ব্যতিক্রম' নামে 'কীর্তিত' হন হয়ত, তবে এ সবে ওই 'প্রকৃত' সহৃদয় পাঠকের বিপুল উন্নাসিকতা, সে খানিকটা ওই বিনয় মজুমদারী সারস-জাতীয় — প্রকৃত কবিতা নিকটে না এলে সে 'উড়ে যায়'। এখন প্রশ্ন হবে, প্রকৃত কবিতা কী, কাকে বলে, কোনটা? কবিতা তো মানুষ ভেদে কবিতা হয়। কবিতার সংজ্ঞাগুলি যে-কারণে অচল। বুদ্ধদেব বসু বা হুমায়ুন আজাদদের আধুনিক কবিতার সংকলনগুলির বহু ' সু-নির্বাচিত ' কবিতা অনেক পাঠক অ-কবিতা বলে সরিয়ে দিতে পারেন। শিল্পে এ অধিকার-বিচারটুকু স্বীকৃত। এ কারণেই 'বড়' কবির শংসাপত্র নিয়েও বহু পদ-পদকর্তা হারিয়ে যান। বিপরীতটাও ঘটে। তবে 'হারিয়ে' হয়ত একেবারেই যায় না। নিশ্চয়ই কোনও-কারও স্মৃতিতে তা থাকে। আর কবিতার ব্যাখ্যাও আরও এক শূন্য-শুকনো ব্যাপার। বিশিষ্ট সাংবাদিক ও কবিতারসিক শেখ সদর নইম উপরে উদ্ধৃত গুলজারের কাব্য-সমালোচনা বিষয়ক নজমটি অনুবাদ করেছেন এভাবে —
'কবিতার ব্যাখ্যা করতে গিয়ে/ গোটা গোলাপই ছিন্ন করলাম / শব্দ এবং লাইন বিচ্ছিন্ন হল / কাঁটা রইল হাতে, না খেতে পারি, না শুঁকতে / গন্ধ হাতে দলা হল, কিছু ধুলোয় পড়ে মাটি হল / কবিতা পড়লে সেটাও এখন খালি বাসনের মতো বাজে। ' কবিতার ব্যাখ্যাবিরোধী এই নজমটির ' ব্যাখ্যা'ও নিষ্প্রয়োজন । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি বা 'রবীন্দ্র-বিদূষক' আখ্যাপ্রাপ্ত সমালোচকবর্গ যেভাবে কবিতার ব্যাখ্যা 'দিতেন' তাতে স্পষ্ট যে কাঁটা উৎপাদনই তাঁদের মৌল অভিপ্রায় এবং তারা অন্তত রবীন্দ্রকাব্যের ব্যাপারে আলোচক নন, নিন্দুক অর্থে সমালোচক। ওই 'আলোচনা'গুলি প্রকৃতই ' খালি বর্তন সী বজতী হ্যায় '।
এই ভূমিকার পর গ্রন্থসমালোচনা লেখা কার্যত অপরাধ। কেবল বলতে পারি সজল আহমেদ-এর কবিতার বই ' আগুন জ্বেলে যাই ' পড়তে পড়তে মনে হয়েছে সজল প্রথমত, দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত কবিই। এর ভেতরে তিনি আর-যা-কিছু। চিত্রপরিচালক, প্রযোজক প্রভৃতি ও ইত্যাদি। তাঁর কবিতার 'ব্যাখ্যা' না 'দিয়ে', কয়েকটি প্রিয়-স্তবক উদ্ধৃত করা গেল :
'কী হবে এত শব্দ তৈরি করে /
আবার তো সেই অন্ধকারের কাছে
আলোর জন্য আত্মসমর্পণ ;/
তবুও প্রতিনিয়ত অক্ষরগুলি ঘেমে ওঠে... '
(জ্বলে উঠি নিভে যাই)
' লাল কাপড়'-এর এই দুটি পংক্তি —
'যেন পাওয়া না পাওয়ার দ্বন্দ্বের ভেতর /
আমিই স্ববিরোধী স্লোগান। '
কবিতার প্রকরন ও গাঠনিকতার মিস্ত্রিপনার ' লোভ'মুক্ত হতে পেরেছেন সজল আহমেদ; তিনি বক্রোক্তিজীবী নন ; সপাট বক্তব্যজীবী। শ্রদ্ধেয় অসীম সাহা তাই হয়ত এই কবিতাগুলিকে বলেছেন 'আপাতসরল'। সরলতাই কার্যত এর শক্তি। অনেকেই কাব্যগুন বিষয়ে ' সারল্য 'কে ইতিবাচক তো নয়ই বরং নঞর্থক-তাচ্ছিল্যে গ্রহণ করেন। জটিলতাই কি সিদ্ধি? যা জটলাগানো তা-ই কি সূক্ষ্ম? সূক্ষ্মতাই সৌন্দর্য? সৌন্দর্যই কেবল কাম-প্রার্থিত? বাঁকা উক্তি মাত্রই পদ্য? তবে, তার্কিক হয়ত বলবেন, যে অ-রূপ আপনাকে টানছে, পান করিয়ে নিচ্ছে তার অরূপত্ব, সেই অরূপ কার্যত অপর-রূপ, অপরূপ—সুন্দর। ভোক্তা ফলত সৌন্দর্যই 'ভোগ' করলেন। সজল আহমেদ যখন দেশ-প্রীতির কথা বলেন, যখন 'পিরীতি' র বলেন, যখন আত্মানুসন্ধানে যান, যখন পরমাত্মানুসন্ধানে যান, সব সময়ই কবিত্ব থাকে। যদিও এ সব কথা-মন্তব্যই তর্কসাপেক্ষতায় আটকে রয়েছে। এতদসত্ত্বেও গুলজারের কাছে ঋণী হয়ে বলি, অপরিবর্তিত খুশবুসহ পূর্ণ গোলাপই আমাদের হাতে ছিল —কঁহি নহি 'মসলী'।
Zia Haque
Golpukur, Baruipur
South 24 Paraganas
West Bengal
আশ্বিনের আরও আরও কাব্য
ড্রিম ভাজা
জিয়া হক
..............
ঘুমিয়ে পড়ুক আদর
তার
সাদর
সম্ভাষণা
আমিও তবে ঘুমেতে
আর
স্বপ্নও
দেখব না
গ্রীষ্মদেশে কোথায় যেন
শীত পড়ল
কবে
তুমি কি আমার কষ্ট করে
ঘুমের বটিকা
হবে?
আশ্বিনের আরও কাব্য
বিবাহচিন্তা
জিয়া হক
..............
টিফিন ভরে মেয়েটা আনল হাতি
জল্লাদ আনে ছেলেটি টিফিন কোটোয়
হাতি জল্লাদ ভীতিমঞ্চের ধারে
নিজেদের ধরে নিজস্বী নামের ফোটোয়
ছেলেটি আনল সোনাকুনো ব্যাঙ জোড়া
মেয়েটি এনেছে ঘুমকাতুরের চাদর
চাদর ও ব্যাঙ প্রীতিমঞ্চের শেষে
বংশগতির সরিয়ে ফেলছে পাথর
আশ্বিনের কাব্য
স্কাই রানার
জিয়া হক
..............
এটা তো সত্যি
প্রতিটি ওয়াক্ত
মসজিদে আমি যেতে চাই
যেহেতু মোল্লা
দৌড় সেহেতু
গৃহ-ধর্মেই থেমে যায়
ফটোসৌধ
জিয়া হক
..............
চাঁদ একটা শুঁড়িখানা
মদই বিলায় সে পক্ষকাল ধরে
গ্লাস আমাদের ভাঙা কিম্বা
হারিয়ে গেছে কোথাও
চাঁদের সঙ্গে সেলফি তোলার
লোক কম
মনোগামী
জিয়া হক
.............
আমি যখন চন্দ্র থেকে ফিরে আসি
সে
আসে
চাঁদে
আমি যখন ভালোবাসি
সে
অতর্কিতেই
কাঁদে
এ শুধু অন্ত্যমিল নয়,
জানি আমি
যদিও সে একা নেই
তবুও নয় এ পলিগ্যামী
পুনরুক্তি : যতবারই যৌনতা ছাড়া
প্রেমের কাছে
বেশিকিছু দাবি করতে গেছি
সোজা বাংলায়
হার্টব্রেক হয়েছে
শব্দতাড়িত প্লুটো
জিয়া হক
..............
পেল্লায় এই জীবন আর গোল্লার এই জীবন
আর মোল্লার এই জীবন আর
সাহিত্যময় স্নাতক,
আমি মুখ্যু সময়-ঘাতক
একে গ্রহণ মানে অসুখ
ইহা ত্যাজ্য সেও বিসুখ
দূরে বকের রাজ্যে আলো
আমায় শত্রুই কি পাঠালো?
আমার শিক্ষকগণ মহান
তাদের পা
অমৃত সমান
তাদের ভক্তি মানে বিজয়
তারা আছেন মানে অভয়
আমার মধ্যযুগে ভীতি
এবং কাব্যকলায় প্রীতি
আমি কাজের ক্ষেত্রে ঠুঁটো
তাই বিবাহবাজারে প্লুটো
আত্মালাপ
জিয়া হক
..............
উৎপল : নিরক্ষর বেশ্যাদের কাছে যেতে...
বিনয় : আমিও তো কয়েকবার ভুট্টাক্ষেতে
উৎপল : তারা কাজ করে, অর্থ নেয়, পাহাড়ের
অধিকার চায় না
বিনয় : পাহাড় কি বাদামের? বাদামী পাহাড়?
উৎপল : আমার চটির কথা মনে পড়ে
বিনয় : পরাঙ্মুখ চটি, নালিঘাস
উৎপল : তোমার সারস, জানো, প্রকৃতই
উড়ে বসে প্রাকৃতজনের আপ ট্রেনে
বিনয় : হ্যাঁ, হ্যাঁ, সারস
উৎপল : হেমন্তের জঙ্গলে যাবে আজ?
বিনয় : সে তো শক্তির গড়
উৎপল : সেখানে কুয়োর জলে...
বিনয় : ঈশ্বর কি গনিত বোঝেন, হ্যাঁ?
Zia Haque |
বাইপাসে ঝুঁকির অন্ধকার
টিউশন পড়াই। ফিরি সাইকেলে। বাইপাস ধরে। একা ও সাইকেল। প্রায় মাঝরাত হয়ে যায়। এত রাত অবধি কী পড়াশোনা? এর উত্তর নেই। আপনি অভিভাবক হলে এই প্রশ্ন করতেন না। পড়ুয়া ছুটি চায়, পড়ুয়ার পিতামাতৃসমাজ ঘন্টা দিয়ে ফিজের ভাগবিয়োগ করেন। থাক সে কথা। তাঁর শ্রমার্জিত পয়সা খয়রাত করে দেবেন কেন? একটা তুল্য-মূল্যায়ণ, হিসেবনিকেশের বিলিবন্দোবস্ত থাকা জরুরি।
বাইপাসে অন্ধকার বেশিই থাকে। এর কারণ আছে। সেটা জানতে পারি ক্লাস টেনে। ভিনপাড়ার এক যুগল বাইপাসে একটু আদি প্রেমে নেমে পড়েছিল। তাদের সহায়ক বলতে বাইপেসে অন্ধকার।
Half boiled, half spoiled
তোমাদের গল্প লিখে যাব
যাব কোথায়?
ঢুকে যাব তোমাদের গল্পেই
কীভাবে ঢুকব?
চরিত্রে ঢুকে যাব
কার্যত
এই দৃশ্যমান সফলতা, সুবেশ, সাজঘরে
আমার সামান্য প্রেমটুকু হারিয়ে ফেলব
একটা অকথিত যন্ত্রনার মতো
সঙ্গীত আবহে বাজে সারাক্ষণ
এই অসুখটি বড় বয়সে বাঁধিয়ে বসেছি
পংক্তিটি এভাবে বলা যেতে পারে
প্রৌঢ়ে পাওয়া রোগ হে আমার
শুধু ওই শিশুগাছটি বাঁচিয়ে রেখো যে
শরণার্থী অথচ একটা হীনকান্ড , হীনজ্ঞান
প্রেম
সফলতা বর্ণনার সচিত্র শহরে
উতল চাকার ধারে
এই কথাগুলো বড় কবিতার মতো শোনায়
মানুষ বিশ্বাস করতে চায় না
আমার ব্যথাগুলো
কবিতার মধ্যে ঘুমিয়ে পড়েছে