টিউশন পড়াই। ফিরি সাইকেলে। বাইপাস ধরে। একা ও সাইকেল। প্রায় মাঝরাত হয়ে যায়। এত রাত অবধি কী পড়াশোনা? এর উত্তর নেই। আপনি অভিভাবক হলে এই প্রশ্ন করতেন না। পড়ুয়া ছুটি চায়, পড়ুয়ার পিতামাতৃসমাজ ঘন্টা দিয়ে ফিজের ভাগবিয়োগ করেন। থাক সে কথা। তাঁর শ্রমার্জিত পয়সা খয়রাত করে দেবেন কেন? একটা তুল্য-মূল্যায়ণ, হিসেবনিকেশের বিলিবন্দোবস্ত থাকা জরুরি।
বাইপাসে অন্ধকার বেশিই থাকে। এর কারণ আছে। সেটা জানতে পারি ক্লাস টেনে। ভিনপাড়ার এক যুগল বাইপাসে একটু আদি প্রেমে নেমে পড়েছিল। তাদের সহায়ক বলতে বাইপেসে অন্ধকার।
বাইপাসে ঝুঁকির অন্ধকার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe