ও অচঞ্চল লঘুকালো মাথা
বাঁকা চুল, পাকা চুল, নুন ও মরিচ
এই শৈত্যের প্রকাণ্ড গর্তড্রেনপথে
এসেছো বার্লি, বাজরা আর কল্যাণের খোঁজে?
সাহসী বলেই তুমি পারো, তবে
তুমি কারও পোষ্য জীব গাধাটি নও তো?
নেই কারও হাত যেটা নোনাধরা বোঝার সদৃশ?
লালি চায় লেবু দেয়
অবসর প্রাপ্ত বৈকাল
পট্ট ব্যাগ পাটভাঙা রমণীর দিকে মৌলালির ভিড়ে
সোহাগের সৌজন্য পেতে শাদী করে লোকে
এখানে পুরুষ যেভাবে মেয়েও সেভাবে মেলে
অন্ধ দোকানে
ও কপাল দধি!
দুয়ার শব্দে রোগ সেরে যায় যদি
কে আর বিজ্ঞান শেখে, অস্ত্রোপচার
দেবতারা পাপ বোঝে, সে মতো বিচার
বেড়ালিনী ছানাসহ মন্দিরের পাশে
পরিবারে সুখ নাকি বইছে সন্ন্যাসে
অজ্ঞতার লোম পেতে বসে আছে রোদ
ছানাগুলো তার কাছে শ্রীহীন সরোদ
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe