সব হারানোর বনে একটা ফুটিয়াছিল দেহ
প্রেম চাইবার পাত্রে শুধু ফেলত চেয়ে স্নেহ
বিরাগভাজন রাত্রিকালীন মিষ্টি মুখের খুকি
সে তো নিতে রাজিই ছিল প্রসবকালীন ঝুঁকি
দেহ কেবল মনের মতো মনের কথা বলে
চায়ের পাত্র নামিয়ে রাখে মাদক রাখার স্থলে
সন্দেহী যারা, তর্কপ্রবণ কালো কফি নেওয়া পেশা
এই ধরনেরা ওই ধরনের সান্ধ্যভ্রমনে মেশা —
মেশামেলা ছাড়া এমন বস্তু দূরবর্তীর কাছে
বাবা হইবার যাবতীয় পথ তালা বন্ধনে আছে
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe