তুমি একটি পোকা আর পোকাদের খাদ্য পোকারা
অথচ বোকারা
বিরাট সাইকেল নেয় অন্ধকার জ্বেলে
এ আলো যতদূর যায় তেলতেলে
পিছলে যায় অট্টালিকা চাকা
'মেলা-ই মেলাবে লোক ', বলে পিছু পাকা
ঝরে না তবুও এত গৃহে পক্ব ফল
ডোবা তবে তল
তার এত নীচু মেলে মুক্তো, ব্যথা
যথা
কাটা ঘা, নুন মরিচ, কাশ্মীরি ঝাল
প্রসাধনকক্ষ জানে তার গায়ে আদিম অস্ত্রাল
বুনো ফুল?
পোকাদের আহার হৃদয়, আর ওড়ে অস্তগামী চুল
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe