ক্ষমাদিবস

ক্ষম মোরে,—বলতে পারি না। পাথর হয়ে উঠছি কি আমি ক্রমাগত? পাথর —সে তো নত হয়ে, বড় অবজ্ঞার ধারে ছোট অবজ্ঞা হয়ে পড়ে থাকে। তাকে আক্রমণ করা যায়, সযত্ন হাত তার নরম গায়ে রাখে কে? নরমও নয় সে হয়ত, অথচ তা তো গুঁড়ো হয়ে যায়। ধুলো ছাড়া তার স্মৃতিতে কেউই ওড়ে না। তবে কি পাথর হওয়াই খুব শ্রেয়? শ্রেয়জ্ঞান নেই বলে আমি একটি নদী হয়ে পাথরকেই দিনাতিদিন ক্ষয় করে চলি। কেউ কি বলে আমি অপরাধী? কারাকক্ষে কে বা পাঠাবে? কারাগার হত যদি দোপাটি বাগান, কারারক্ষী প্রেমপত্র লিখে থাকত যদি , কতৃপক্ষ ডাল দিত ঘন —কে আর সমাজে শুধু আটকে পড়ে থাকে, কেই বা চায় রোজ সিঁড়ি দিয়ে ওঠানামা করা? আমাদের ভগবান সম্প্রদায় আপন সংসারে ব্যস্ততম লোক। পুজো চায়, আশীর্বাদ করে কদাচিৎ। এমন আশীর্বাদ স্বনামধন্য হয়ে জমা হয় দেওয়ালে ও ড্রেনে। সমিতি মন্দ নয়, যতক্ষণ শিশুভাব থাকে।
আমি কি যাব না কোনো রক্ষিতার কাছে, যে আমাকে রক্ষা করে, চা দেয়, দুগ্ধজাত পনির?


আমি আমাকেই কেন ক্ষমা করতে শিখলুম না আজও। নিজেকে ক্ষমা করতে পারি না মানে আমার ভুলগুলো পুনরাবৃত্ত হোক, চাই না। কিন্তু তা কি হয় কার্যত? একই ভুল করে চলেছি যা আমাকে রুগ্ন করে, অসুস্থ করে, অপরাধবোধ জাগিয়ে তোলে। আমি তো রুগ্নতা চাইনি কখনও। রুগ্নতা সম্পর্কিত যাবতীয় পরিভাষা ব্যথিত করে, আহত করে। যে-হাত কৃপণ নয়, তাকে কৃপণতাকে স্বীকৃতি দেওয়া কি ঝঞ্ঝাট! আততায়ী নিজের ভেতরে বাস করে যদি, বর্ম কি কোনো কাজে আসে? বর্ম তো বহিঃশত্রুর জন্য। আমি আউজুবিল্লাহ পড়ি, অথচ শয়তান দূর হয় না। সে পুষ্টি পায় কোথা থেকে? আমিই কি তার প্রকারান্তরে পরিচর্যা করি? কীটদষ্ট কপালে বলিরেখা আশ্চর্য দেখায়। আশ্চর্য দেখায় বলে এমন কপাল ঐশী কোনো আলো পায় না যা তাকে দেবে কাঁটামুক্ত লতার মুকুট। তা নাহলে সঙ্গীত তার কাছে সুরেলা চিৎকার ছাড়া আর কীই বা মনে হবে! অথচ কে না জানে, গীতিময়তাই গতিময়তা। আমি গতিকে সময় দিয়ে বিভাজন করে গতির দরদাম করি না। এর কারণ, সময় নিজেই স্থিতিশীল নয়। দুই দৌড়বিদ পাশাপাশি দৌড়াক, তাদের প্রতিযোগিতা চাই না। আমি তো হাততালিখোর 'মব' নই, বা কোনো পিত্তল ট্রফি নেই আমার কাছে —আমি কেন আয়োজক হব এমন রেসের?  সংগঠক হতে আমার অনীহা। কর্মী হতে পারি। নেতৃত্বের ইতিহাস আমাকে বিমর্ষ করে। যেহেতু লবণ খাওয়ার আগে দেখে নিতে চাই লবণের মালিকানা কার —তার দাবি ও দাওয়া, শর্তরাশি, চোখ। এমন লোকের জন্য লবণহ্রদ আছে, লবণ কিন্তু নেই।

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe