আরও দুটি পদ্য


যীশুর একদিন
.....................
পুরনো পুরনো সব লোক
বলে যায় অতীতের দিন
সাগরের ঢেউয়ে ছিল ব্যথা
খ্রিস্ট প্রাচীন

সাগরের ধারে ছিল গ্রাম
কৃষিকাজ মাছ ধরা পেশা
সবার পাপের ভার কাঁধে
বয়েছে হামেশা

পাপের বস্তা নয় বড়
রাস্তাও ছায়াযুক্ত পাকা
দিন যায় দিবসের শেষে
পলাতক চাকা

দিন থেকে খসে পড়ি আমি
কদলীতলার নীল বনে
সাগরীয় পাপ যত ভাসে
আমি কি করিনে?




এই দিল, মুশকিল
........................
নুয়ে পড়া লুব্ধ প্রেমকথা
ফল নাই পাতা নেই ফুটেছে অযথা
ঘোরে যত চতুষ্পদ প্রাণী
           ভাদ্র মাসে প্রেম হয় জানি

আর হয় নদী উপকূলে
বিপুল কাঁদছে বসে আরেক বিপুলে

সেই জল দেবীদের পায়ে
ফুটে ওঠে ছোটো পাত্রে
                         চালাঘরে চায়ে
খরিদ্দার আসে
বিপুলের কান্না ভালোবাসে

কোথাকার জল তারা জানে?
কোন কাব্য মেয়ে হয়ে বসেছে আখ্যানে?

পান করা হোক
বলে সব প্রস্তাবিত লোক

ভোজনের হাড়মাংসগুলি
শব্দ হয়ে বাক্য হয়ে ছড়ায় অঙ্গুলি

কে না জানে সব
প্রেম হল যৌনদেশে নম্র কলরব

জিয়া হক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe