সন্ধ্যাগুলি নির্জন
.................................................
দেবতারা খুবই লাজুক মিছরিভাষী
ধুতিও তাদের মাড় দিয়ে বহু কাচা
নকল গোলাপ যেখানে বাজারে বসে
তার দূর থেকে এগোয় তাদের রুমাল
ধুলোগাড়িগুলো জল দিয়ে যাবে কবে
বসন্ত কবে আনবে না গুটিপোকা
কোথায় গঞ্জে পাঠাগারে লোক যাবে
কবে সন্ন্যাস ফিরে আসে পরিবারে
দেবতা হওয়ার উপকারিতাও আছে
হাসি আর শুধু হাসি দিয়ে ঘর ভরা
দ্বিতীয়ত থাকে পাদুকা মোছার জাতি
বিপদঘন্টি তৃতীয়ত বাজবে না
বাড়ি রং করে অফিসের করণিক
বর্ষাকাল কি কৃষির জন্য আসে?
দেবতা হওয়ার সহজ উপায় হল
স্ত্রীয়ের বাধ্য কুক্কুর হয়ে থাকা
জিয়া হক
.................................................
দেবতারা খুবই লাজুক মিছরিভাষী
ধুতিও তাদের মাড় দিয়ে বহু কাচা
নকল গোলাপ যেখানে বাজারে বসে
তার দূর থেকে এগোয় তাদের রুমাল
ধুলোগাড়িগুলো জল দিয়ে যাবে কবে
বসন্ত কবে আনবে না গুটিপোকা
কোথায় গঞ্জে পাঠাগারে লোক যাবে
কবে সন্ন্যাস ফিরে আসে পরিবারে
দেবতা হওয়ার উপকারিতাও আছে
হাসি আর শুধু হাসি দিয়ে ঘর ভরা
দ্বিতীয়ত থাকে পাদুকা মোছার জাতি
বিপদঘন্টি তৃতীয়ত বাজবে না
বাড়ি রং করে অফিসের করণিক
বর্ষাকাল কি কৃষির জন্য আসে?
দেবতা হওয়ার সহজ উপায় হল
স্ত্রীয়ের বাধ্য কুক্কুর হয়ে থাকা
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe