রফি মহম্মদ
...............
মানুষখেকোদের উচ্চাঙ্গ গান শোনো এই ভোরবেলা
এই ভোরবেলা পোকারাও থাকে অসন্তোষে কেননা
শুরু হল পাখিদের জাগার কৌতুক
মহম্মদ রফির গান কে বাজায় ঐ? সে কি জানে
গায়কের মজহব্ কত চিন্তাশীল করে জনান্তিকে?
আচার শুকোনো রোদ এসে পড়েছে জগতে
কীর্তনীয়া যা গায় তা কি ধর্মগত প্রাণ?
সেখানে নেই ওম প্রীতি,
ফাতিহার ভিন্ন ব্যাখ্যাকারী?
আজ বড় সুসময় হায়দার কেননা
ঘুমনোর আগেভাগে কুকুরেরই চিন্তা শোনা যায়
তাদের রাত্রিগুলি হাড়ের স্বপ্ন দেখে কাটে
উৎসবে তারা নেই, অস্ত্রও কেনে না দিবাশেষে
শুধু জানি, চুম্বন পেতে হলে
কামিজ দোকানে গিয়ে
ভাগ্যখানি গুনে দেখতে পারো
জিয়া হক
...............
মানুষখেকোদের উচ্চাঙ্গ গান শোনো এই ভোরবেলা
এই ভোরবেলা পোকারাও থাকে অসন্তোষে কেননা
শুরু হল পাখিদের জাগার কৌতুক
মহম্মদ রফির গান কে বাজায় ঐ? সে কি জানে
গায়কের মজহব্ কত চিন্তাশীল করে জনান্তিকে?
আচার শুকোনো রোদ এসে পড়েছে জগতে
কীর্তনীয়া যা গায় তা কি ধর্মগত প্রাণ?
সেখানে নেই ওম প্রীতি,
ফাতিহার ভিন্ন ব্যাখ্যাকারী?
আজ বড় সুসময় হায়দার কেননা
ঘুমনোর আগেভাগে কুকুরেরই চিন্তা শোনা যায়
তাদের রাত্রিগুলি হাড়ের স্বপ্ন দেখে কাটে
উৎসবে তারা নেই, অস্ত্রও কেনে না দিবাশেষে
শুধু জানি, চুম্বন পেতে হলে
কামিজ দোকানে গিয়ে
ভাগ্যখানি গুনে দেখতে পারো
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe