Kafaan

কাফনকরুণা

এত সৎ ঋতু আমি আগে আর কখনও দেখিনি
আমাকে হত্যা করে সৎ শীতকাল ;
এ বিষয়ে সে এক করুণাময় নয়।
'করুণা করুণা' করে কে ডাকে এই ব্যর্থ বর্ষায়
এই নামে এ অঞ্চলে আর কি কেউ থাকে?
শুধু চা নয়,  বাতাসা ও জল দেয় যে —সে-ই করুণা
চা, জল, বাতাসাও নয় ; যে বলে,
'আমাকেও ভুলে তো যাবে না? '— করুণা সে-ও
শীতের সততা আমি আগে টের খানিকও পেয়েছি
খানিক পেয়েছি তাই
                       বর্ণনার পদ্ধতি জানি না
তবু বলি, আমার চাদর
অসংখ্য প্রার্থনা সত্ত্বেও,
                     লালফুল ধুয়েমুছে সাদা হয়ে গেল —
এক শীতে — যা ছিল বাহার আমার
কী বলি,  সে-ই কাফন


জিয়া হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe