অশ্রুনদীর ধারে আমি দুইখানি গর্ধব আর নিজেকে দেখলাম
তিনজন গর্ধবই ছিল, তিনজন পবনসন্তান
গাছে গাছে আম্র আর বিভীষণ আশেপাশে ছিল
আমার সুলক্ষণ চাই, আমাকে সীতা এনে দাও, বলি
এই সেই ব্যস্ত নালিখাত যার তীরে জয়ী--পরাজয়ী
সিজদানত ছুরি
কোথায় কেবলামুখ, কোনদিকে ওহুদের টিলা
অজ্ঞানতা আছে তাই কাবাঘর সব দিকে আছে
কোন বনে লুকিয়ে রয়েছো দুষ্ট প্রভু?
ছেঁড়ে দেহ কাঁটা ও শামুকে--তুমি কি শিকারে রয়েছো?
তিন প্রাণী, নদীর এপারে, গলা শুকনো, অশ্রু পান করে
গ্রন্থ পিঠে, অপৌরুষেয়, সুস্বাদ কোথায়?
কতদূর ঐশ্বরিক কচি ঘাসজমি?
তোমাকে চিবিয়ে বুঝবে ঘাসে তুমি কতটুকু আছো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe