আকন্দরজনী
নিয়মমাফিক
তুমিও খেল সন্তাপ
প্রহর, অচেনা লাগলে তার দুহাতে
তুলে দাও বাঁধানো অভ্যাস
বসে আছ কুঠুরি ; পায়ে মল
হ্যাজাক,লণ্ঠন সারসার...
আদ্রিস্নানের ঘট আমপাতায়
মাখা।
আহ্, মরি অবিশ্বাসে; যুগলকিশোর।
মায়াপুষ্প!
মনে পড়ে তার সাথে...একদা...ভগ্ন
তীব্র...রাজকীয় বেশে
হেঁটেছিলাম পথভাগ, সীমিত যৌবন
হ্রেষাকালে, আকন্দরজনীতে
অশ্বখুর
অন্দরে এসেছে, তাকে ধরে রাখ
মতিভ্রমে,বাহ্যে ; প্রিয়মুখ
জানে না সঞ্চয়, ইরশাদ্
তোমারি মতো সেও চলে যাবে
হেঁটে।
রজোগুণে,প্রপাতে জলসিন্ধু!
ইশারায় চলেছে প্রৌঢ়া
হাতে তীর, বুকেতে পাথর ফলক
পায়ে তার গুহাহিত
প্রেমিক,অজগর!
যেভাবে জড়িয়ে ধরে তেমনি বিরহে
ছোটে অশ্বখুর, গৃহহীন শামুকেরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe