ডিপ্রেসনের বাংলা মানে ডিপ্রেসনই


ডিপ্রেসন কি জ্বরের মতো, থার্মোমিটার মাপতে পারে?
ডিপ্রেসন কি কর্কুটে রোগ, উড়িয়ে নেবে পগারপারে?
ডিপ্রেসন তো কুনকি হাতি, কর্ন নাড়ে মাথায় বসে
ঘর চলে যায়, বর চলে যায়, এমন মৌন রাক্ষসী সে।

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe